• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড়লোকদের ধান্দায় পরিণত হয়েছে OTT প্ল্যাটফর্ম! ক্ষোভ উগড়ে দিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন

Published on:

নাওয়াজউদ্দিন সিদ্দিকী,Nawazuddin Siddiqui,ওটিটি প্লাটফর্ম,OTT Platform,ওটিটি ত্যাগ,Leave OTT,বলিউড অভিনেতা,Bollywood Actor

সিনেমা জগতে একটা কথা ভীষণ প্রচলিত। তা হল সব অভিনেতা তারকা হতে পারলেও সব তারকা অভিনেতা নয়। তাই এখনকার দিনে অসংখ্য বলিউড স্টারদের ভীড়ে কম সংখ্যক অভিনেতাই রয়েছেন যাঁরা শুধুমাত্র নিজেদের অভিনয় দক্ষতার জেরেই বলিউডে নিজেদের জায়গা পাকা করতে পেরেছেন। বলিউডের এমনই একজন দক্ষ অভিনেতা হলেন নাওয়াজউদ্দিন সিদ্দিকী (Nawazuddin Siddiqui)।

আর সেই কারণেই যে কোনো ধরনের চরিত্রের সাথেই অত্যন্ত দক্ষতার সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন অভিনেতা। আজকের দিনে সিনেমা কিংবা ওয়েব সিরিজের ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয় ডিজিটাল প্লাটফর্ম হল ওটিটি প্লাটফর্ম (OTT)। একটা সময় ইন্ডাস্ট্রিতে তিনিই ছিলেন একমাত্র অভিনেতা যিনি প্রথম ভরসা রেখেছিলেন এই ওটিটি প্লাটফর্মের মধ্যে। কিন্তু সম্প্রতি তিনি জানিয়েছেন ‘যখন এখানকার বিষয়বস্তু আমি নিজে দেখতে পারি না তখন এখানে আমি নিজে কি করে কাজ করবো? ‘

Nawazuddin Siddiqui

মনের মধ্যে জমে থাকা একরাশ ক্ষোভ, আর বিতৃষ্ণা নিয়ে চিরকালের জন্য ওটিটি প্লাটফর্মে অভিনয় ছাড়ার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন নাওয়াজ। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করে অভিনেতা সাফ জানিয়েছেন বড় প্রযোজনা সংস্থা ‘ধান্দা’ করছে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে। কিছু অভিনেতা ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করে নিজেদের বড় স্টার মনে করছেন। প্রচুর ছবি মুক্তি পাচ্ছে ডিজিট্যাল মাধ্যমে। ভাল কাজের মান কমে যাচ্ছে। ‘

নাওয়াজউদ্দিন সিদ্দিকী,Nawazuddin Siddiqui,ওটিটি প্লাটফর্ম,OTT Platform,ওটিটি ত্যাগ,Leave OTT,বলিউড অভিনেতা,Bollywood Actor

এখানেই শেষ নয় ওটিটি প্লাটফর্ম থেকেই জনপ্রিয়তা পাওয়া উঠতি তারকাদেরও একহাত নিয়ে নাওয়াজ বলেছেন বড় পর্দার বড় বড় স্টারদের সঙ্গে সমান্তরাল হয়ে উঠেছেন ওটিটি প্ল্যাটফর্মের স্টাররা। তাঁরা নাকি বলিউডের প্রথম সারির তারকাদের মতোই বেশি টাকা চাইতে শুরু করেছেন। সেইসমস্ত ‘সো কলড’ স্টারদের নাওয়াজ মনে করিয়ে দিয়ে বলেছেন ‘এই সব স্টাররা ভুলে গেছেন যে কোনও ছবি বা সিরিজ়ের আসল স্টার কনটেন্ট।’

নাওয়াজউদ্দিন সিদ্দিকী,Nawazuddin Siddiqui,ওটিটি প্লাটফর্ম,OTT Platform,ওটিটি ত্যাগ,Leave OTT,বলিউড অভিনেতা,Bollywood Actor

সেইসাথে নিজের উদিহরণ দিয়ে অভিনেতা বলেছেন ‘আমি যখন নেটফ্লিক্সের জন্য সেক্রেড গেমস করেছিলাম, ডিজিট্যাল প্ল্যাটফর্মকে ঘিরে উচ্ছ্বাস ছিল। অনেক নতুন তারকারা উঠে এসেছিলেন। কিন্তু সেই তরতাজাভাব হারিয়ে গিয়েছে। ওটিটি প্লাটফর্মগুলি গার্বেজের মতো হয়ে গেছে। যেগুলো কোথাও দেখানো হচ্ছে না, ওটিটি প্লাটফর্মে ফেলে দেওয়া হয়েছে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥