• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুরুষ নারী সবাই এক! তাই অক্ষয় কুমারের সমান পারিশ্রমিক পেতে চান নবাব পত্নী করিনা কাপুর

Published on:

করিনা কাপুর খান,অক্ষয় কুমার,পারিশ্রমিক,গুড নিউজ,করণ জোহার,kareena kapoor khan,Akshay kumar,good news,Bollywood

বলিউডে নেপোটিজম যেমন রয়েছে তেমনই বহাল রয়েছে পেট্রিয়ার্কি বা পুরুষতন্ত্রও। একেই তিন খান অর্থাৎ শাহরুখ, সালমান আমিরের দাপটে বলিউড বুক ফোলায়। অন্যদিকে অক্ষয় কুমার, অজয় দেবগণদের নিয়েও কম নাচানাচি নেই। এমনকি অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিকেও থাকে বিস্তর ফারাক। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন ঠোঁট কাটা করিনা কাপুর (Kareena kapoor khan)।

এই প্রসঙ্গে রীতিমতো গর্জে উঠতে দেখা যায় নবাব পত্নীকে৷ তিনি সরব হয়েছেন মহিলা এবং পুরুষ অভিনেতাদের সমান পারিশ্রমিকের দাবীতে। মুম্বইয়ের একটি অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন করণ জোহার এবং সেখানে উপস্থিত ছিলেন করিনা কাপুর, আলিয়া ভাটের মত অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন বলিউডের খিলাড়ী অক্ষয় কুমারও।

cropped-Akshay-Kumar-Sooryavangshi.jpg

একটি প্যানেল ডিসকাশনে করিনা এবং অক্ষয় দুজনেই মহিলা এবং পুরুষদের পারিশ্রমিক নিয়ে মতামত প্রকাশ করে। কারিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মহিলা অভিনেতারা তাদের পুরুষ প্রতিপক্ষের মতো প্রযোজনার দিকে ঝুঁকছেন না কেন। তখন অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোনের উদাহরণ টেনে করিনা জানান তিনি কখনও প্রযোজনা করতে আগ্রহী নন, কেবলমাত্র অভিনয়ই তিনি করতে চান।

করিনা কাপুর খান,অক্ষয় কুমার,পারিশ্রমিক,গুড নিউজ,করণ জোহার,kareena kapoor khan,Akshay kumar,good news,Bollywood

আর এরপরই তার দাবী হয় তিনি অক্ষয় কুমারের মত পারিশ্রমিক পেতে চান। জানিয়ে রাখি, বলিউডে অক্ষয় কুমারকে সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবে ধরা হয়৷ তিনি সাফ জানান, “একটি সিনেমা ছেড়ে চলে যাওয়ার পিছনে নানা কারণ থাকে। শুধুমাত্র পারিশ্রমিকের দ্বিচারিতার জন্য কেউ সিনেমা ছেড়ে চলে যায় না। আমি করণ বা যে কোনও প্রযোজককে বারবার বলি আমার বিপরীতে যে অভিনেতাই থাকুক না কেন, তাঁর সমান পারিশ্রমিক যেন পাই আমি। আমি চাইব অক্ষয় হোক কিংবা যে কোনও পুরুষ তারকা আমার বিপরীতে থাকলে তাঁর সমান পারিশ্রমিক যেন দেওয়া হয় আমাকে।”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥