দেশের জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নবজ্যোত সিং সিধুকে ( Navjot Singh Sidhu) সকলেই চেনেন। একটা সময় জনপ্রিয কমেডি শো কপিল শর্মায় নিয়মিত দেখা যেত সিধুকে। তবে এখন সম্ভবত পাঞ্জাব ইলেকশন নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। তবে সম্প্রতি বেশ চর্চায় রয়েছেন এই প্রাক্তন ক্রিকেটারের মেয়ে রাবিয়া সিধু (Rabia Sidhu)।
সৌন্দর্যের দিক দিয়ে বলিউড অভিনেত্রীদের থেকে কোনো অংশে কম নন রাবিয়া। পেশায় ফ্যাশন ডিজাইনার রাবিয়ার ফ্যাশন সেন্স রয়েছে রীতিমতো চোখে পড়ার মতো। সিঙ্গাপুরে ফ্যাশন ডিজাইনিং পড়ার পর লন্ডন থেকে এই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন রাবিয়া। এমনিতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রামে নিয়মিত অ্যাক্টিভ থাকেন রাবিয়া।
সেখানেই মাঝে মধ্যেই বিভিন্ন স্টাইলের পোশাক পরে নিজের ছবি পোস্ট করতে দেখা যায় রাবিয়াকে।সোশ্যাল মিডিয়ায় রাবিয়ার গ্ল্যামারাস ছবি দেখে বোঝা যায় তিনি পার্টি করতে দারুন পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় রাবিয়ার ফটোগুলোর মধ্যে বেশ কিছু ফটো বিদেশী লোকেশনে এবং বেশ কয়েকটি স্টুডিওতে তোলা বলে মনে করা হয়।
বিনোদন জগতের অংশ না হলেও সোশ্যাল মিডিয়ায় রাবিয়ার ফ্যান ফলোয়িং রয়েছে চোখে পড়ার মতো। তাই দেশের প্রাক্তন ক্রিকেটারের মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখার পর থেকেই অসংখ্য অনুরাগীর আবদার দুর্দান্ত চেহারার অধিকারী রাবিয়ার খুব তাড়াতাড়ি বলিউডে অভিষেক হওয়া উচিত।
তবে এখনও বলিউডে পা না রাখলেও রাবিয়া সিধুর ইনস্টাগ্রামে বর্তমানে ৪১,০০০ এর বেশি ফলোয়ার রয়েছে। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোশাকে সিধু কন্যা রাবিয়ার ছবি দেখে রীতিমতো ঘাম ছুটতে থাকে নেটিজেনদের। রাবিয়ার নজর কাড়া স্টাইল স্টেটমেন্টই সোশ্যাল মিডিয়ায় তাকে দারুন জনপ্রিয়তা দিয়েছে।