গ্ল্যামার দুনিয়ায় তথা আজকের তরুণ প্রজন্মের কাছে রশ্মিকা মন্দনা (Rasgmika Mandana)একটি পরিচিত নাম। বর্তমানে নামের থেকে বেশি জাতীয় ক্রাশ নামে পরিচিত রশ্মিকা। গুগল যদি আপনি ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাশ টাইপ করেন তাহলে রেজাল্টে রশ্মিকা মান্দানাকেই দেখতে পাবেন।
মজার বিষয় হল রশ্মিকা মন্দনা কিন্তু মোটেও বলিউডের কোনো অভিনেত্রী নন। কিন্তু বলিউডের দীপিকা, কারিনা বা দিশা পাটানির মত অভিনেত্রীদের পিছনে ফেলে দিয়েছেন এই রশ্মিকা মান্দানা। আসলে রশ্মিকা হলেন কন্নড় ছবির অভিনেত্রী।
২০১৬ সালে ‘কিরিক পার্টি’ নামক কন্নড় ছবির মধ্যে দিয়ে অভিনয়ের জগতে প্রকাশ্যে আসেন। কন্নড় ছাড়াও তেলেগু ভাষার ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর অভিনয় ব্যাপক ভাবে দর্শকমনে দাগ কেটেছে। যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই বিশাল জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী।
অভিনেত্রী এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছেন যে বর্তমানে ১০০ কোটি টাকার মালিক তিনি। এক অল্প সময়ে এতো টাকার মালিক হয়ে যাওয়া চাড্ডিখানি কথা নয়। সারা দেশে হয়তো এ ধরণের অভিনেত্রী নেই যে এত অল্প সময়ে ১০০ কোটি টাকা রোজগার করেছে।
জানা যায় অভিনেত্রী কলেজে পড়ার সময় থেকেই মডেলিং এর শখ ছিল। যার কারণে মডেলিং করতেন রশ্মিকা। এরপর বিজ্ঞাপনে মডেলিং এর অফার পেতে শুরু করেন। একসময় অভিনেত্রীকে অনেক বিজ্ঞাপনে দেখা গিয়েছে।
বিজ্ঞাপনের শুটিং করতে করতেই একদিন পরিচালক তাকে ছবির অফার দেন। অভিনেত্রী ছবির প্রস্তব গ্রহণ করেন ও তারপরেই প্রথম ছবি ‘কিরিক পার্টি’ প্রকাশ্যে আসে। ছবিতে রক্ষিত শেট্টির বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী।
এরপর অভিনেত্রী সাউথের হিরো রক্ষিত শেট্টিকে বিয়ে করেন ২০১৭ সালে। যদিও সে সম্পর্ক বেশিদিন টেকেনি। এক বছর হতে না হতেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। যদিও সম্পর্ক না টিকলেও ছবি সুপার হিট হয়েছিল। যার জেরে অভিনেত্রীকে আর পিছন ফায়ার তাকাতে হয়নি।
কর্ণাটকের ক্রাশ হিসাবে প্রথমে পরিচিত ছিলেন অভিনেত্রী। তারপর ন্যাশনাল ক্রাশ হয়ে ওঠেন। অভিনেত্রীর হাসির দিওয়ানা সকলেই। নতুন প্রজন্ম একেবারেই পাগল অভিনেত্রীর জন্য।
সম্প্রতি অভিনেত্রীর তেলেগু ছবি ‘ভীষ্ম’ মুক্তি পেয়েছে। ছবিতে দারুন অভিনয় করেছেন অভিনেত্রী। সাথে ‘ঘুঙরু’ গানে নেচে তাকে লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। ভক্তদের আশা খুব শীঘ্রই হয়তো বলিউডে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।