করোনার (Corona virus) দ্বিতীয় ঢেউ (Second wave) আছড়ে পড়েছে ভারতবর্ষের উপর। ক্রমেই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। রোজই রেকর্ড গড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চারিদিকে কেবল হাহাকার, যন্ত্রণা আর চিৎকারের শব্দ। চোখে দেখা যাচ্ছেনা পরিস্থিতি। হাসপাতালে মিলছেনা বেড, দেখা দিয়েছে প্রবল অক্সিজেনের ঘাটতি। এই পরিস্থিতিতে রোজই স্বজনহারানোর যন্ত্রণা বয়ে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে সাধারণ মানুষ।
এই মারণ ভাইরাস ছেড়ে কথা বলছেনা ধনী, দরিদ্র, সাধারণ কিংবা তারকা কাউকেই। ইতিমধ্যে টলিপাড়ার একঝাঁক তারকা আক্রান্ত হয়েছেন কোভিডে। প্রাণ ও হারিয়েছেন অনেকেই। এবার করোনায় আক্রান্ত হলেন প্রয়াত তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা তাপস পালের (Tapas pal) স্ত্রী নন্দিনী পাল (Nandini pal)।
এদিন এই খবর সোশ্যাল মিডিয়ায় জানান, জি বাংলার ‘রান্নাঘর’ খ্যাত সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি (Sudipa charterjee)। তিনি একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ স্বর্গীয় অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল, তার একমাত্র কন্যা সোহিনী যথাসাধ্য চেষ্টা করছেন মা কে বাঁচানোর। ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি।
তার এই পোস্টের পর অনেকেই আরোগ্য কামনা করেছেন প্রয়াত অভিনেতার স্ত্রীয়ের জন্য। তবে কেউ কেউ এই পোস্টের বিরোধিতাও করেছেন । অনেকেই লিখেছেন, ‘‘এই খবরটি প্রচার করার কারণ কী?’’ কেউ লিখেছেন, ‘‘উনি তৃণমূলের সাংসদ ছিলেন । তাই খুব স্বাভাবিক ভাবেই তাঁর দল এটা করেছে ।’’
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। মঙ্গলবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪। আর সোমবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১।