বলিউড (Bollywood) মানুষের স্বপ্নপূরণ হয়েছে এই ইন্ডাস্ট্রিতে এসে। সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছেন অনেক অভিনেতা অভিনেত্রী বলিউডের দৌলতে। জনপ্রিয় এই অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মাতামাতির শেষ নেই সোশ্যাল মিডিয়া তথা সাধারণ মানুষেদের মধ্যে। এমনকি বলিউড সেলেব্রিটিদের সন্তানরাও জন্মের পর থেকেই খুদে সেলেব্রিটিতে পরিণত হন। সন্তানদের নামকরণ থেকে শুরু করে পোশাক-আশাক। খুঁটিনাটি খবরাখবর রাখতে পছন্দ করেন অনেকেই।
তবে জানেন কি বলিউডের সেলেব্রিটিদের সন্তানদের নামকরণের পিছনেও রয়েছে কিছু বিশেষত্ব। অর্থাৎ বলিউডের ষ্টার কিডদের নামের কিছু বিশেষ অর্থ রয়েছে। আপনিকি সেই অর্থগুলি জানেন? যদি না জেনে থাকে তাহলে আজ জেনে নিন।
১. ভমিকা (Vamika)
সম্প্রতি মা হয়েছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ১১ জানুয়ারী বিরাট কোহলি (Virat Kohli)ও অনুষ্কার পরিবারে আসে ছোট্ট এক পরী। কিছুদিন নিজেদের জন্য ব্যক্তিগত সময় চেয়ে নেন দম্পতি। এরপর মেয়ের নাম প্রকাশ করেন নিজেরাই। বিরুষ্কা তাদের মেয়ের নাম দিয়েছেন ভমিকা। যার অর্থ নারী ও পুরুষের একসাথে অবস্থান। দেবী পার্বতী অর্ধনারীশ্বর রূপে শিবের বাঁ দিকে অবস্থান করেন তাকেই বলা হয় বামিকা বা ভমিকা।
২. তৈমুর আলী খান (Taimur Ali Khan)
সাইফ আলী খান (Taimur Ali Khan) ও কারিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) সন্তান তৈমুর আলী খান। তৈমুরের জন্মের পর নাম নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছিল সাইফিনাকে। শেষে ইতিহাসের পাতা ঘেটে ঠিক হয় নাম। আর তৈমুর নামের অর্থ হল লোহা। অর্থাৎ কঠিন অথচ নমনীয়।
৩. আব্রাম খান (Abhram Khan)
বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shahrukh Khan) ও গৌরী খানের প্রথম পুত্র হলেন আব্রাম খান। আব্রামের নামের পিছনেও রয়েছে একটা বিশেষ অর্থ। ইহুদিদের ধর্মগুরু হলেন আব্রাহাম সেখান থেকেই আসে ‘আব’ আর হিন্দুধর্মের ভগবান ‘রাম’ এর মিলিত হিসাবে হয় আব্রাম নামকরণ।
৪. আরাধ্যা বচ্চন (Aaradhya Bacchan)
বলিউডের বিগ বি পুত্র অভিষেক বচ্চন (Abhishek Bacchan) ও প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai) কন্যা আরাধ্যা। ভগবানের প্রার্থনা অর্থাৎ আরাধনা থেকেই নামকরণ করা হয় আরাধ্যার।