বাংলার তথা গোটা ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় মেগাস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজও ডিসকো কিং কে বড় পর্দায় দেখলে হাততালি থেকে সিটি পড়ে মুহুর্মুহু। দেশের অন্যতম জনপ্রিয় এই লিভিং লেজেন্ডের জুতোয় পা গলিয়ে ইতিমধ্যেই অভিনয় জগতের নাম লিখেছেন তাঁর বড় ছেলে মিমো।
এবার সেই পারিবারিক ট্রাডিশন মেনেই অভিনয়কেই পেশা করেছেন মিঠুনের কনিষ্ঠ পুত্র নমশি চক্রবর্তী (Namashi Chakraborty)। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম সিনেমা ‘ব্যাড বয়’ (Bad Boy)। পরিচালক রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমায় নমশির সাথে স্কিন শেয়ার করবেন তার বাবা খোদ মিঠুন চক্রবর্তীও।
এক কথায় মশলাদার এই ছবিতে ডিস্কো ড্যান্সার বাবার সাথে পা মিলাতে দেখা যাবে এই নবাগতা অভিনেতাকে। সিনেমা মুক্তির আগে সম্প্রতি বাবার শহর কলকাতা থেকে ঘুরে গেলেন নমশি। সঙ্গে ছিলেন তাঁর আসন্ন সিনেমার নায়িকা আমরিন এবং বাংলার বব বিশ্বাস শাশ্বত চট্টোপাধ্যায়।
ছেলে হলে অভিনেতা হিসাবে মিঠুন চক্রবর্তীর বড় ফ্যান নমশি। তাঁর কাছে তাঁর বাবা অত্যন্ত উঁচু দরের একজন অভিনেতা। তাই সিনেমার শুটিং-এর সময় যখন ফ্লোরে তাঁর বাবা হাজির থাকতেন তখন তাঁর সামনে শট দিতে গিয়ে নাকি রীতিমতো পা কাঁপতো নামশির। মিঠুন চক্রবর্তীর চার সন্তানের মধ্যে নামশি হলেন অন্যতম,যিনি ‘মৃগয়া’ থেকে ‘প্রজাপতি’ মিঠুন অভিনীত প্রতিটি সিনেমা দেখেছেন।
নামশির কাছে তাঁর বাবা শুধুমাত্র একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতাই নয়। তিনি একজন প্রকৃত শিল্পী। কলকাতায় এসে বাবার প্রসঙ্গে বলতে গিয়ে খানিকটা আফসোসের সুরেই মিঠুন পুত্র বলেন ‘তিনি যে দরের অভিনেতা সেই মর্যাদা তিনি পাননি। তাঁর আরওর অনেক পাওয়ার ছিল। তাঁর মতো এত বড় মাপের হিরো এই ভূ ভারতে খুব কমই আছেন।’
মিঠুন অভিনীত অগণিত সিনেমার মধ্যে নমশির কাছে খুব পছন্দের মৃণাল সেনের ‘মৃগয়া’ আর ‘অগ্নিপথ’-এ মিঠুনের অনবদ্য অভিনয়। তারকা পুত্র জানিয়েছেন বড় পর্দায় বাবার অভিনয় দেখে প্রতি মুহূর্তে শেখেন তিনি। তবে শুধু অভিনেতা হিসেবেই নয় নমশির মতে তাঁর বাবার মত এত বড় মনের মানুষ খুবই কম রয়েছেন।