টলিউড (Tolywood) বর্তমান প্রজন্মের যেসকল নায়িকা দর্শককুলের মনে ঝড় তুলতে ওস্তাদ, তাদের মধ্যে নিঃসন্দেহে বেশ জনপ্রিয় নয়না গাঙ্গুলী (Naina Ganguly)। ওটিটি মঞ্চ হোক বা ইনস্টাগ্রাম, মাঝেমধ্যেই তাঁর হট অবতারে বিষম খান বাঙালি পুরুষরা।
দক্ষিণী ছবি হোক বা টলিউড, দুর্দান্ত নৃত্যক্ষমতা ও আবেদনময়ী চাহনির কারণে বারেবারেই শিরোনামে উঠে আসেন নয়না। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব-সিরিজ ‘চরিত্রহীন'(charitraheen)-এ কিরনময়ী (kiranmayee) অভিনয়ের দরুণ তিনি উঠে আসেন খবরে।
নিজের সুঠাম ও সতেজ শরীরের কারণে নয়না প্রায়শই লাইমলাইটে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় নয়না, প্রায়শই নিজের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর তার এক একটি ছবি যেন বোমার মত পড়ে সোশ্যাল মিডিয়াতে।
নয়নার বোল্ড ছবিতে শীতকালেও উষ্ণতার পারদ চড়ে নেটপাড়ায়। কখনো ট্রান্সপারেন্ট সাদা পোশাক আর অন্তর্বাস তো কখনো ওয়েস্টার্ন পোশাকে হট লুকস নিয়ে হাজির হন যায়না।
সমুদ্রের বিচের ওপর ব্ল্যাক বোল্ড ড্রেসে নয়নার যৌবনের আগুনে পুড়ে ছারখার হয়েছে পুরুষ হৃদয়। তেমনি তার চোখের আবেদনশীল চাহনি যেন রাতের ঘুম টুকুও কেড়ে নিয়েছে নেটিজেনদের।
নেটিজেনদের মতে, এই শীতে শরীরে উষ্ণতা আনতে নয়নার এমন ছবিই যথেষ্ট। ইনস্টাগ্রামের প্রতিটি পোস্টের কমেন্টবক্সে ‘হট’ ও ‘বোল্ড’ কমেন্টের সংখ্যা অগুনতি, যা দেখে হয়তো বেশ মজাই পেয়েছেন নয়না, মত টলিউড-বোদ্ধাদের।