• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডেঞ্জারাস! আর ছেলে নয় একটি মেয়ের সঙ্গেই উদ্যম যৌনতায় মাতলেন অভিনেত্রী নয়না গাঙ্গুলি

টলিউড (Tolywood) বর্তমান প্রজন্মের যেসকল নায়িকা দর্শককুলের মনে ঝড় তুলতে ওস্তাদ, তাদের মধ্যে নিঃসন্দেহে বেশ জনপ্রিয় নয়না গাঙ্গুলী (Naina ganguly)। ওটিটি মঞ্চ হোক বা ইনস্টাগ্রাম, মাঝেমধ্যেই তাঁর হট অবতারে বিষম খান বাঙালি পুরুষরা।

দক্ষিণী ছবি হোক বা টলিউড, দুর্দান্ত নৃত্যক্ষমতা ও আবেদনময়ী চাহনির কারণে বারেবারেই শিরোনামে উঠে আসেন নয়না। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব-সিরিজ ‘চরিত্রহীন'(charitraheen)-এ কিরনময়ী (kiranmayee) অভিনয়ের দরুণ তিনি উঠে আসেন খবরে। সুঠাম ও সতেজ শরীরের কারণে নয়না প্রায়শই থাকেন লাইমলাইটে।

   

naina ganguly

কিন্তু এই ‘হটবোম্ব’ নয়নারই পুরুষদের প্রতি জন্মালো তীব্র ঘৃণা, রাগ। তার প্রেম এখন একটি মেয়ের জন্য। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমুদ্রতটে, অথবা বিছানায় একটি মেয়ের সঙ্গে কাটানো বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। এমনকি সেই মিষ্টি ছিমছাম নয়না এখন বেছে নিয়েছেন অন্ধকার পথ, অপরাধের দুনিয়া।

naina ganguly

নয়নার আগামী ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’ এর ট্রেলার এমন ইঙ্গিতই দিচ্ছে৷ এই সিরিজে নয়নার সঙ্গে সমকামী প্রেমিকার চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী অপ্সরা রানি। তার সঙ্গেই নানান সাহসী দৃশ্যে অভিনয় অভিনয় করেছেন নয়না।

এই ছবির পরিচালক রামগোপাল বর্মা টুইটে এই ছবির প্রসঙ্গে জানান, “দেশের প্রথম সমকামী ছবি ‘ডেঞ্জারাস’। পুরুষের থেকে পাওয়া অকারণ আঘাত কতখানি সাংঘাতিক করে তুলতে পারে নারীকে? এই ছবি সেই গল্প বলবে”। এই ট্রেলারে নয়নার অভিনয় এতটাই সাবলীল যে অনেকেরই মত নয়না বোধহয় সত্যিই সমকামী। এখন ‘ডেঞ্জারাস’ মুক্তির অপেক্ষাতেই দিন গুনছেন দর্শকেরা।