করোনা ভাইরাসের জেরে চারিদিকে হাহাকার বেড়েই চলেছে। কোথাও হাসপাতালে বেড নেই তো কোথাও অক্সিজেন নেই। মানুষ অসহায়ের মত চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সামান্য সাহায্যের আশায়। মহামারী তো রয়েছেই তার সাথে রয়েছে লকডাউন। লকডাউনে জারি হয়েছে একগুচ্ছ বিধি নিষেধ, দোকানপাঠ বন্ধ থাকবে সাথে বন্ধ গণ পরিবহণ। তাছাড়া নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেড়ানো যাবে না। সাধারণ মানুষকে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কিন্তু কিছু মানুষের কিছুতেই সুমতি লাভ হয় না। লকডাউনের বিধি ভঙ্গ করে প্রায়শই লোকেরা অকারণে বাইরে বেড়িয়ে পড়ছে আর জমায়েত করছে। এরপর পুলিশের নজরে পড়লেই কখনো জুটছে ডান্ডা পেটা তো কখনো আবার হাস্যকর শাস্তি। বর্তমানে ইন্টারনেটের যুগে সকলের কাছে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। আর এই স্মার্টফোনেই মুহূর্তের মধ্যেই ভিডিও করে লকডাউনে জমায়েত থেকে শুরু করে পুলিশের কাছে ধরা পড়ার নানান ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে।
শেয়ার করা ভিডিওগুলি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ছে সোশ্যাল মেডিয়াগুলিতে। সম্প্রতি এমনই ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটি দেখা যাচ্ছে লকডাউনের নিয়ম না মেনে রাতের বেলায় বাইরে বেরিয়েছিল দুই যুবক। এরপর পুলিশের নজরে পড়ে গিয়েছেন দুজনেই। এরপর যা হল তা দেখলে আপনিও হয়তো হেসেই ফেলবেন।
Any one fond of dancing?? Do one thing, venture out during the #lockdown2021 and you will get the opportunity!👍🙋🤓🤓 pic.twitter.com/aTlxcbZC8J
— RAGHAV 🇮🇳 (@yapragun) May 16, 2021
নিয়মভঙ্গ করার শাস্তি হিসাবে ওই দুই যুবককে শাস্তি হিসাবে রাস্তার মধ্যেই নাগিন ডান্স করতে বলেছে পুলিশ। আর তাদের সেই নাগিন ডান্সার ভিডিও ক্যামেরাবন্দি করে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটি শেয়ার হবার পর থেকেই বেশ ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ভিডিওতে দর্শকের সংখ্যা পেরিয়েছে কয়েক হাজার।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে পশ্চিমবঙ্গে জারি করা হয়েছিল লকডাউন। গত মাসে লকডাউনের মেয়াদ ঘোষণা করা হয়েছিল ৩০শে মে পর্যন্ত। কিন্তু সেই লকডাউন এবার ১৫ই জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।