• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলার জয়জয়াকার বিদেশের মাটিতেও! কিশোর কুমারের গানে নেটপাড়া মাতালেন নাগা যুবক

Published on:

kishore kumar nagaland

viral video: কিশোর কুমারের (kishore kumar) গান আজও দেশবাসীর মনের মনিকোঠায় অমর হয়ে রয়েছে। যুগ যতই আধুনিক হোক কিশোরের সেই গান আজও একই ভাবে জনপ্রিয়। সকলের মুখে মুখে সেই গান চির অমলিন হয়ে রয়ে গিয়েছে। আশির দশকেই চলে গিয়েছেন কিশোর কুমার। কিন্তু আগামী প্রজন্মের কাছে তিনি এবং তাঁর গান অনুপ্রেরণা হয়ে ছিল, আছে এবং থাকবে।

এবার কিশোরের গানের রেশ গিয়ে পৌঁছালো সুদূর নাগাল্যান্ডেও (Nagaland)। ১৯৫৮-র বাংলা ছবি লুকোচুরি-র বিখ্যাত ‘শিং নেই তবু নাম তার সিংহ’ গানটি গেয়ে এবার নেটপাড়া মাতালেন এক নাগা যুবক। বাংলার ‘ব’ না জেনেও অনবদ্য বাংলা উচ্চারণে গানটি গাওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন নাগাল্যান্ডবাসী গায়ক এন কে নাগা।

তার গানে ইতিমধ্যেই মুগ্ধ অসংখ্য মানুষ। গায়কের চেষ্টা, একাগ্রতা, এবং সাধনার প্রশংসায় পঞ্চমুখ নেটবাসী। তার কমেন্ট বক্সে অনেকেই অকপটে স্বীকার করেছেন, যে কিশোর কুমার আজ বেঁচে থাকলে এই যুবকের জন্য গর্ববোধ করতেন।

একজন লিখেছেন, একজন কিশোরদা ফ্যান হিসেবে আমি বলতে পারি, আপনার গানই আসল গানের সব থেকে কাছাকাছি এসেছে… কিংবদন্তী সংগীত শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতেই সাহস করে এই গানটি গেয়েছেন বলে জানান এন কে নাগা। এন কে নাগা বলেছেন, তিনি সঙ্গীতের মাধ্যমে জীবনের আনন্দ তুলে ধরতে চান, দিতে চান ঐক্যের বার্তা। কিশোর কুমার তাঁর অনুপ্রেরণা, বাংলা গান গেয়ে বাঙালিদের প্রতি নিজের ভালবাসা প্রকাশ করতে চেয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥