‘হু ইজ কে কে?’ বলিউড শিল্পীদের নিয়ে মাতামাতি নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনই এক বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন বাংলার জনপ্রিয় গায়ক রুপঙ্কর বাগচী। এরপরেই কেকের মৃত্যু এবং নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে অসংখ্য মানুষের বিতর্কের মুখে পড়েছিলেন রূপঙ্কর। তবে সেই কঠিন সময়ে রূপঙ্করের পাশে এসে একমাত্র দাঁড়িয়েছিলেন বাংলার আরেক জনপ্রিয় সংগীত শিল্পী নচিকেতা (Nachiketa)। এবার প্রায় এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
মাসখানেকের মধ্যেই ফের একবার এক প্রায় একই রকম ঘটনাকে কেন্দ্র করে শিরোনামে উঠে এলেন স্বয়ং নচিকেতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নচিকেতার একটি লাইভ শো-এর ভিডিও ভাইরাল (Video Viral) হয়েছে। সেখানেই একজন অনুরাগী তার কাছে হিন্দি গান (HIndi song) শোনানোর আবদার করতে করলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন শিল্পী। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রকাশ্যে ওই শ্রোতা অনুরাগীকে নচিকেতা ‘ছাগল’, ‘বলদ’ এসব বলে গালাগালি করছেন।
নচিকেতার ওই লাইভ ভিডিও বাংলা পক্ষের তরফে শেয়ার করেছেন গর্গ চট্টোপাধ্যায়। লাইভে ভিডিওতে নচিকেতাকে প্রকাশ্যে বলতে শোনা যাচ্ছে ‘কেন বাংলা গানে কি অসুবিধা তোমার? বাংলার মাটিতে বসে হিন্দি লজ্জা করেনা তোমার, ছাগল! এখানেই শেষ নয়, এরপরেও শিল্পী আরো রেগে গিয়ে বলে ওঠেন ‘এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে বাংলা শুনবো? হাড় গুড়ো করে দেবে। বুদ্ধি নেই বলদ.
একদিকে নচিকেতা মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে তার শ্রোতা অনুরাগীকে একের পর এক মন্তব্যে জর্জরিত করছেন। আর অন্যদিকে তাকে সমর্থন জানিয়ে চিৎকার করছেন একদল শ্রোতা। যদিও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের অনেকেই শিল্পীর এমন আচরণের বিরুদ্ধে গর্জে উঠেছেন।
একজন লিখেছেন ‘একজন শিল্পীর এরকম আচরণ হওয়া উচিত নয়’। আবার কেউ লিখেছেন ‘সঙ্গীতের কোন সীমানা হয় না’। তবে বাংলা পক্ষের তরফে নচিকেতার ভূয়সী প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘নচিকেতা বাংলা ও বাঙালীর কন্ঠ। বাংলা ভাষা বলে জীবিকা নির্বাহ করা সব বাঙালি গায়ক-গায়িকা, নায়ক-নায়িকার উচিত নচিকেতার থেকে শেখা শিরদাঁড়ার মানে কি’।