• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকা দিয়ে টিকিট কেটেও গান শোনা হল না নচিকেতার! অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন গায়ক

Published on:

নচিকেতাচক্রবর্তী,Nachiketa Chakraborty,কনসার্ট,Concert,বাংলা গান,Bengali Song,জনপ্রিয় গায়ক,Femous Singer,বিতর্ক,Controvercy,প্রতিক্রিয়া,Reaction

বাংলা সংগীত জগতে (Bengali Music Industry) জীবনমুখী গানের কথা উঠলে সবার প্রথমেই যার নাম আসে তিনি হলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। তাঁর গাওয়া ‘ও ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’ কিংবা ‘নীলাঞ্জনা’শোনার জন্য আজও ভিড় জমান অসংখ্য শ্রোতা। তাই মঞ্চে নচিকেতা থাকা মানেই আজও সেই শো হাউস ফুল হতে বাধ্য।

সম্প্রতি একটি গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এই জনপ্রিয় গায়ক। সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে উঠছে বেশ কিছু অভিযোগ। শোনা যাচ্ছে সম্প্রতি বরাহনগর রবীন্দ্র ভবনের একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল নচিকেতার। কিন্তু পারিশ্রমিক নিয়েও নাকি শেষ মুহূর্তে আসেননি তিনি। যার ফলে নির্দিষ্ট সময়ে টাকা দিয়ে টিকিট কেটেও অনেক মানুষ সেদিন মনের মধ্যে একরাশ আফসোস নিয়েই পা বাড়িয়েছিলেন বাড়ির পথে।

Famous singer Nachiketa Chakraborty opens up about his divorce

নচিকেতা গান গাইতে আসছেন শোনার পর ক্ষোভে ফেটে পড়েছিলেন উপস্থিত আমজনতা। শেষ  পর্যন্ত নাকি পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এমনকি অনেকে সোশ্যাল মিডিয়ায় নচিকেতার ওপর ক্ষোভ উগরে দিয়ে  তুলোধোনা করে ছিলেন।অবশেষে বরাহনগর রবীন্দ্র ভবনের অনুষ্ঠান প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া মুখ খুলে ছিলেন গায়ক।

এদিন একটি ফেসবুক পোস্টে নচিকেতার টিমের তরফে এ প্রসঙ্গেএই দিনের পুরো ঘটনা জানিয়ে বিষয়টি পরিষ্কার করে দিয়ে লেখা হয়েছে ‘সাধারণত কোন অনুষ্ঠানের পারিশ্রমিক অনুষ্ঠানের নির্ধারিত দিনের অন্তত ৪৮ ঘন্টা আগে মিটিয়ে দেওয়ার কথা থাকে।আজকের অনুষ্ঠানের ক্ষেত্রে সেই কাজ করা হয়নি। এমনকি নচিকেতা স্বয়ং আজ সন্ধ্যা ৬টা অবধি অপেক্ষা করা সত্ত্বেও আয়োজকদের তরফ থেকে তাঁর সঙ্গে কোনরকম যোগাযোগ করা হয়নি।’

নচিকেতাচক্রবর্তী,Nachiketa Chakraborty,কনসার্ট,Concert,বাংলা গান,Bengali Song,জনপ্রিয় গায়ক,Femous Singer,বিতর্ক,Controvercy,প্রতিক্রিয়া,Reaction

এদিনের এই পোস্টে আরও লেখা হয়েছে ‘এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে কোনভাবেই নচিকেতা স্বয়ং এবং ‘আগুনপাখি (নচিকেতা ফ্রেন্ডস্ ফোরাম)’ যুক্ত নয়। তাই কোনভাবে বিভ্রান্ত হবেন না।’ এই ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমে নচিকেতা জানিয়েছেন ‘যে শ্রোতারা অনুষ্ঠান দেখার আশা করেছিলেন, তাঁদের কথা ভেবেই আমার খারাপ লাগছে।’
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥