সিরিয়ালের (Serial) দৌলতে বাঙালি অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয়তা বাড়তেই থাকে। তবে পর্দার বাইরে তাঁদের বাস্তবের সম্পর্কে জানতেও বেশ আগ্রহী ত্থাকেন নেটিজেনরা। সেই সুযোগটাই পূরণ করে দেয় সোশ্যাল মিডিয়া, পছন্দের অভিনেতা অভিনেত্রীদের দৈনন্দিন জীবনের ছবি থেকে নিত্য নতুন সাজ সবটাই ধরা পরে নেটপাড়ায়। তবে এবার পুজোর আগে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ‘নবাব নন্দিনী’ (Nabab Nandini) সিরিয়ালের কাকিমা অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা (Sanghasri Sinha)।
বিনোদন তথা গ্ল্যামারের জগতে বডি শেমিং নতুন কিছুই নয়! তবে এবার শরীরের আকার বা বডি শেমিংয়ের কটাক্ষের মুখে রীতিমত ঝামা ঘষে দিলেন অভিনেত্রী সঙ্ঘশ্রী। টিভির পর্দায় দজ্জাল কাকিমার চরিত্রে অভিনয় করলেও নেটপাড়ায় একেবারে বোল্ড লুকে ধরা দিলেন অভিনেত্রী। হ্যাঁ ঠিকই দেখছেন, অভিনেত্রীর বোল্ড লুকের ছবি এখন রীতিমত ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।
বর্তমানে নবাব নন্দিনী সিরিয়ালের অভিনয় করলেও এর আগেও একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ‘কি করে বলবো তোমায়’, ‘ফেলনা’ ও ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ এর মত সিরিয়ালেও দেখা গিয়েছিল তাকে অভিনয় করতে। তবে পর্দায় মূলত শাড়ি পরেই কাকিমা গোছের চরিত্রে দেখা মিলেছে অভিনেত্রী। কিন্তু এবার শাড়ি নয় বুক খোলা শার্ট থেকে ব্যাকলেস ছবিতে রীতিমত ঝড় তুলেছেন তিনি।
একসময় নিজের চেহারার জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। এমনকি ঝাঁ চকচকে বিনোদনের দুনিয়ায় কাজ পেতেও বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এমনকি বহুবার রিজেক্টেড পর্যন্ত হয়েছেন তিনি। তবে চেহারা যে প্রতিভাকে দমিয়ে রাখতে পারে না সেটা আবারও প্রমাণ করে দিয়েছেন।
গতমাসেই ষ্টার জলসার পর্দায় শুরু হয়েছে নবাব নন্দিনী সিরিয়াল। সিরিয়ালে দজ্জাল কাকিমা গীতার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে সিরিয়ালে শাড়ি পরে দকেহা গেলেও সোশ্যাল মিডিয়াতে একেবারেই আলাদা রূপে ধরা দিয়েছেন তিনি। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করা হয়েছে যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে বুক খোলা একটি শার্ট পরে রয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
অন্যটিতে যাচ্ছে প্রায় ব্যাকলেস ছবি। এই দুই ছবিই বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। সাথে নেটিজেনদের চর্চার বস্তু হয়ে গিয়েছে ছবিগুলি। ভাইরাল এই ছবি প্রমাণ করে দিয়েছে যে কোনো চেহারাতেই ঘাম ঝরানো যায় নেটিজেনদের। তবে একসময় চেহারার কারণে রিজেক্ট হওয়ার কথাও জানিয়েছিলেন।
View this post on Instagram
অভিনেত্রী এক সাক্ষৎকারে জানিয়েছিলেন, ‘আমার মত বয়সের এমনকি আমার থেকে বড় বয়সের অনেক অভিনেত্রীরাই নায়িকার চরিত্রে অভিনয় করছেন। শুধুমাত্র তাঁরা সুন্দর চেহারার বলে, মোটাদের এখনও নায়িকা হিসাবে মণ হয় না। মোটারা যেন শুধু কমেডিই করবে!’