• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধুমাত্র টাকার জন্যই হবে মৌ-নির্ঝরের বিয়ে! বড়সড় টুইস্ট আসন্ন ‘মেয়েবেলা’ সিরিয়ালে

Published on:

Myebela New Twist Nirjhor will Marry Mou for Money

কয়েক দিন আগেই স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচার শুরু হয়েছে ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকটির। রূপা গাঙ্গুলী, স্বীকৃতি মজুমদার, অর্পণ ঘোষাল অভিনীত এই সিরিয়ালটির (Bengali serial) নতুন ধরণের গল্প শুরু থেকেই বেশ পছন্দ দর্শকদের। ইতিমধ্যেই ডোডো অভিনেতা অর্পণ ‘বং ক্রাশ’এর তকমাও আদায় করে নিয়েছে। এসবের মাঝেই সিরিয়ালে এসে গিয়েছে নায়ক-নায়িকার বিয়ের ট্র্যাক।

‘মেয়েবেলা’ যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, নির্ঝর এবং চাঁদনি একে অপরকে ভালোবাসে। নির্ঝরের মা বীথির সঙ্গে চাঁদনির সম্পর্ক বেশ ভালো। যদিও চাঁদনির বাবা এই সম্পর্ক নিয়ে খুশি নন। এসবের মাঝেই ডোডো চাকরি ছেড়ে দিয়েছে এবং ব্যবসা শুরু করেছে। কিন্তু তা ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ক্লাবের লোকেরা। তাঁদের দাবি, একমাত্র ২ কোটি টাকা দিলেই তাঁরা এই গণ্ডগোল বন্ধ করবে।

Meyebela serial

ক্লাবের লোকেদের ২ কোটি টাকার দাবি শুনে মাথায় হাত পড়েছে মিত্র পরিবারের। বাড়ির সকলে চাঁদনি এবং ডোডোকে সাহায্য করতে চায়। সবাই টাকা দেওয়ার পরেও দেখা যায় অর্ধেক টাকাও জোগাড় হয়নি। অপরদিকে আবার চাঁদনির বাবা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে।

একদিনে যখন ধারাবাহিকে এমন টানাপোড়েন চলছে, তখনই প্রকাশ্যে আসে নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, একমাত্র ডোডো এবং মৌয়ের বিয়ে হলেই মিত্র পরিবারের যাবতীয় সমস্যা মিটবে। এরপর থেকেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছিল, কীভাবে মৌকে বিয়ে করলে ডোডোর ২ কোটি টাকা জোগাড় হবে?

Mou and Dodo

অবশেষে ‘মেয়েবেলা’র আগামী পর্ব দেখে এই প্রশ্নের উত্তর পেলেন দর্শকরা। ধারাবাহিকের পরিবর্তী পর্বে দেখানো হবে, মৌয়ের মেসোমশাই ডোডোর ঠাকুমাকে বলছেন তাঁর কাছে সম্পূর্ণ বাড়িটা বিক্রি করে দিতে। জবাবে ঠাকুমা বলেন, তিনি বাড়ি বিক্রি করতে রাজি আছেন। কিন্তু শুধুমাত্র একতলাটাই বিক্রি করবেন।

ঠাকুমার মুখ থেকে এই কথা শোনার পর রাজি হয়ে যায় মৌয়ের মেসো। তবে তাঁর সামনে একটি শর্ত রেখে বলে, মৌ এবং ডোডোর বিয়ে দিতে হবে। মেসোর শর্তে রাজি হয়ে যায় ডোডোর ঠাকুমা। কিন্তু হঠাৎ কেন মৌয়ের মেসো ঠাকুমার সামনে বিয়ের শর্ত রাখলেন আপাতত সেই প্রশ্নেরই জবাব খুঁজছেন প্রত্যেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥