• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আগের প্রেমিক আমায় রাজকন্যার মত রাখত, প্রাক্তন সম্পর্কে প্রথমবার মুখ খুললেন উর্বশী রাউতেলা!

Published on:

Urvashi Rautela উর্বশী রাউতেলা

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন উর্বশী রাউতেলা (URVASHI RAUTELA)।নিজের মোহময়ী অভিনয় ও স্টাইলে দর্শকদের মাতিয়েছেন বহুবার। ‘সুলতান’, ‘পাগল পানতি’, ‘গ্রেট গ্রান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ৪’ এর মত ছবি করেছেন অভিনেত্রী। এককালে তাকে নিয়ে চর্চার শেষ ছিল না।

অভিনেত্রীর নাম জড়িয়েছিল জনপ্রিয় ক্রিকেটার হার্দিক পান্ড্যার (Hardik Pandya) সাথে। সেই সময়  অভিনেত্রীর সম্পর্ক নিয়ে জোর জল্পনা কল্পনা চলেছিল সামাজিক মাধ্যমগুলোতে। যদিও হার্দিক পান্ড্যার সাথে সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন অভিনেত্রী। কারণ এর ফলে পরে  সমস্যার সৃষ্টি হতে পারে বলে মনে করেছেন অভিনেত্রী। তার নাম যাতে এই ভাব কোনো মিডিয়াতে কারোর সাথে না জড়িয়ে দে তার জন্য অনুরোধ করেছিলেন। এবার সম্প্রতি নিজের প্রেমের মানসিকতা নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা।

উর্বশী রাউটেলার মতে, তিনি সর্বদাই ভালোবাসায় বিশ্বাসী। একসংবাদ মাধ্যমে তার ধনী প্রেমিক নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু সেখানেও পুরোনো প্রেমিকের কোনো নাম স্পষ্ট করে বলেননি অভিনেত্রী। তবে পুরোনো প্রেমিকের কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেছেন, ‘আমার পুরোনো প্রেমিক আমায় রাজ কন্যার মত রাখত। যদিও উর্বশী নিজে কখনো চাননি তার প্রেমিককে তাকে সেভাবেই রাখতে হবে। তবে অনেকেই অভিনেত্রীকে বলেছিল যে ধনবান কোনো ব্যক্তিকে বিয়ে করতে নিতে। যার উত্তরে অভিনেত্রী বলেছিলেন যদি সম্পর্ক হয় ও তাহলে সি সম্পকে আমিই হবে ধনী প্রেমিক।

প্রসঙ্গত, অভিনেত্রীকে সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে যেখানে আপাদমস্তক গয়নায় মোড়া  উর্বশীকে দেখা যাচ্ছে। আসলে আরব ফ্যাশন উইকের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। রইল সেই ভিডিওঃ

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥