• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমার পুতুলটা! দীপিকাকে জন্মদিনে আদরে ভরিয়ে দিলেন রণবীর সিং

গত মঙ্গলবার ৩৫-এ পা রাখলেন বলিপাড়ার ‘হার্টথ্রব’ দীপিকা পাডুকোন (Deepika Padukone)। যদিও অন্যবারের মত এবারটাও স্ত্রীর কাছে বিশেষ করে তুললেন রণবীর সিং (Ranveer Singh)। ইনস্টাগ্রামে তাঁর শুভেচ্ছাবার্তায় যে আনন্দিত দীপিকা সহ সমগ্র ফ্যানবেস, তা বলাই যায়।

ইনস্টাগ্রামে রণবীরের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে শিশু দীপিকাকে। আর দীপিকার সেই প্রাণোচ্ছল হাসিই মন কেড়েছে প্রত্যেকের। হাতে বোনা সাদা সোয়েটার পরে ছোট্ট দীপিকা হামাগুড়ি দিচ্ছেন, এহেন ছবি দেখে যারপরনাই খুশি দীপিকার ফ্যানমহল।

Deepika padukone baby

দীপিকার শৈশবের ছবিতে রণবীর ক্যাপশন হিসেবে যোগ করেছেন : মাই জান, মাই লাইফ, মাই গুড়িয়া। শুভ জন্মদিন। তাছাড়াও এরপরে পুনরায় দীপিকাকে আলিঙ্গন করে একটি ছবি পোস্ট করেন ‘বেফিকরে’-এর অভিনেতা।

Ranveer singh deepika Padukone

ইতিমধ্যেই ছোট্ট দীপিকার ছবিতে লাইকের গন্ডি ছাড়িয়েছে ১৭.৪৫ লক্ষের সীমা। পাশাপাশি রণ-দীপের ছবিটিতেও প্রায় ২৪ লক্ষ লাইক পড়েছে। স্বাভাবিকভাবেই সমস্ত বলিসেলেবদেরই কমেন্টে সমৃদ্ধ হয়েছে রণবীরের পোস্ট। ঋদ্ধিমা কাপুর সাহনি (Riddhima Kapoor Sahani) যেমন দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, অন্যদিকে জ্যাকলিন ফার্নান্ডেজও (Jacqueline Fernandez) দীপিকার ছবিতে লিখেছেন : সুপার কিউট!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥