• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৭ বছর পর আসছে ‘মুন্নাভাই ৩’, রইল মুন্না-সার্কিটের নতুন পোস্টার সহ রিলিজের ডেট

Published on:

Munna Bhai 3 poster revealed starring Sanjay Dutt Arshad Warsi

সঞ্জয় দত্ত (Sanjay Dutt), আরশাদ ওয়ার্সি (Arshad Warsi) অভিনীত ‘মুন্নাভাই’ (Munna Bhai) ফ্র্যাঞ্চাইজি বলিউডের ইতিহাসের অন্যতম আইকনিক ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি। এই ছবির সৌজন্যেই দর্শকদের একটি বিরাট অংশ এখনও অবধি দুই অভিনেতাকে ‘মুন্নাভাই’ এবং ‘সার্কিট’ নামেই চেনে। রাজকুমার হিরানি পরিচালিত দুই ছবিতে সঞ্জয় এবং আরশাদের অভিনয় এখনও গেঁথে রয়েছে দর্শকমনে। এবার ‘মুন্নাভাই’ অনুরাগীদের জন্যই এল বিরাট সুখবর।

‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘লগে রহো মুন্নাভাই’ রিলিজের পর থেকেই দর্শকরা ‘মুন্নাভাই ৩’র (Munna Bhai) জন্য অপেক্ষা করছেন। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ১৭ বছর। কিন্তু তাও সেই ছবি আসেনি। কিন্তু দেড় দশকেরও বেশি সময় পেরনোর পর অবশেষে এল সুখবর। বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন নতুন ছবি পোস্টার শেয়ার করলেন ‘সঞ্জু বাবা’ নিজে।

Sanjay Dutt and Arshad Warsi new movie

ফের একবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন মুন্নাভাই এবং সার্কিট। স্বাভাবিকভাবেই সঞ্জয়ের শেয়ার করা ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা একের পর এক কমেন্ট করছেন সেখানে, জাহির করছেন ছবিটি ঘিরে উত্তেজনা।

‘সার্কিট’ আরশাদের সঙ্গে নতুন ছবির কথা ঘোষণা করে সঞ্জয় ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের থেকেও বেশি অপেক্ষা আমরা করেছি। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। আরও একটি দুর্দান্ত সিনেমা নিয়ে আমার ভাই আরশাদ ওয়ার্সির সঙ্গে আসছি। তোমাদের সিনেমাটি দেখানোর জন্য তর সইতে পারছি না’।

Sanjay Dutt and Arshad Warsi new movie

জানিয়ে রাখি, ‘মুন্নাভাই’ জুটি সঞ্জয় এবং আরশাদকে ফের একবার একসঙ্গে দেখে নেটিজেনদের অনেকেই ভেবেছিলেন হয়তো ‘মুন্নাভাই ৩’ আসছে। কিন্তু তেমনটা নয়। সম্পূর্ণ নতুন গল্প এবং নতুন ছবি নিয়ে আসছেন পর্দার মুন্না এবং সার্কিট। ছবির পোস্টারে দুই অভিনেতাকে গারদের পিছনে দেখা যাচ্ছে। যদিও নতুন ছবির নাম এখনও ঘোষণা করেননি সঞ্জয়।

 

View this post on Instagram

 

A post shared by Sanjay Dutt (@duttsanjay)


‘মুন্নাভাই’ জুটির নতুন ছবির পোস্টার দেখে একজন নেটাগরিক যেমন কমেন্ট করেছেন, ‘এক ঝলক দেখে মনে হয়েছিল ‘মুন্নাভাই এমবিবিএস ৩’ আসছে’। আর একজন আবার লিখেছেন, ‘এটি সর্বকালের সেরা সিনেমা হতে চলেছে’। প্রসঙ্গত, সঞ্জয়-আরশাদের নতুন ছবি পরিচালনা করেছেন সিদ্ধান্ত সচদেব। প্রযোজক সঞ্জয় নিজে। চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥