• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জোড়া বিয়ের মাঝেই পুলিশ নিয়ে হাজির নতুন বৌ! প্রকাশ্যে ‘মুকুট’র ধামাকা প্রমো

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মুকুট,Mukut,রায়ান,Rayan,বিয়ে,Marriage,নতুন প্রোমো,New Promo

টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত এক ঝাঁক নতুন মেগা সিরিয়ালের মাঝে এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি মেগা সিরিয়াল হয়ে উঠেছে ‘মুকুট’ (Mukut)। ধারাবাহিকের মুকুটের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলিভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া (Shrabani Bhunia)। আর তার বিপরীতে নায়ক রায়নের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অর্ঘ্য মিত্রকে (Arghya Mitra)।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন নায়িকা মুকুট আসলে দ্বৈত চরিত্রের অভিনয় করছেন। সবার সামনে সে এক সহজ সরল মেয়ে। যে  গুন্ডাদের হাত থেকে পালিয়ে বাঁচতে আশ্রয় নিয়েছে রায়ানের বাড়িতে। যদিও তার আসল উদ্দেশ্য অন্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মুকুট,Mukut,রায়ান,Rayan,বিয়ে,Marriage,নতুন প্রোমো,New Promo

নিজের আসল পরিচয় আড়াল করে মেয়ে পাচারকারীদের ধরার জন্য গোপনে অভিযান চালায় সে। তাই মেয়ে পাচার কাণ্ডের সাথে যুক্ত রায়ানের দাদা আযানের মুখোশ খোলাই তাঁর উদেশ্য। আগের  সিরিয়াল মাধবীলতায় যেমন গাছ পাচারকারীদের কাস্তে শাস্তি দিতে দেখা গিয়েছিল তেমনি এই সিরিয়ালে মেয়ে পাচারকারীদের সামনে দুর্গতিনাশিনীর মতো ঢাল হয়ে দাঁড়িয়ে শাস্তি দেয় মুকুট।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মুকুট,Mukut,রায়ান,Rayan,বিয়ে,Marriage,নতুন প্রোমো,New Promo

তবে সবটাই সে করে মা কালীর মুখোশ পরে। যাতে সে তার পরিচয় গোপন রাখতে পারে। যদিও গত পর্বে দর্শক দেখেছেন রায়ান জেনে গিয়েছে মুকুটের আসল পরিচয়। সে দেখে নিয়েছে মুকুটকে গুন্ডাদের সাথে লড়াই করতে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মুকুট,Mukut,রায়ান,Rayan,বিয়ে,Marriage,নতুন প্রোমো,New Promo

এরই মধ্যে এক বিরাট চমক নিয়ে ধারাবাহিকে এসে গিয়েছে এক ধামাকা প্রমো। সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে একদিকে যখন দোলের সাথে আয়ানের বিয়ে হচ্ছে অন্যদিকে রায়ানও তখন মুকুটকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে ।

আর মুকুটকে রায়ানের বৌ হিসাবে দেখে ঠাম্মি বলে ওঠে ‘মুকুট তুমি এই বাড়ির বউ হয়ে এসেছ?’ জবাবে মুকুট জানায় ‘সাথে কন্যা যাত্রী নিয়ে এসেছি।’ এরপরেই দেখা যায় তার সাথেই এসে প্রবেশ করছে এক ঝাঁক পুলিশ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥