• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের শো কে মহাভারতের সাথে তুলনা করলেন কপিল শর্মা, ধুঁয়ে দিলেন শক্তিমান মুকেশ খান্না

Published on:

ছোটবেলায় শক্তিমান তো আমরা সকলেই দেখছি! সেই বিখ্যাত শক্তিমানের অভিনেতা মুকেশ খান্না। মুকেশজি বর্তমানে বিখ্যাত হাস্যকৌতুক অভিনেতা কপিল শর্মার শোকে অশ্লীল বলে অভিহিত করেছেন ইতিমধ্যেই। শক্তিমান ছাড়াও কিংবদন্তি অভিনেতা মুকেশ খান্নাকে মহাভারত সিরিয়ালেও দেখা গিয়েছিল। মহাভারতে ভীষ্মের অভিনয় করতে দেখা গিয়েছিল এই প্রবীণ অভিনেতা মুকেশ খান্না কে।

কিংবদন্তি এই অভিনেতাকে কপিল শর্মা শো এর অতিথি হতে বলা হলে তিনি তা অস্বীকার করেন। যার কারণ হিসাবে অভিনেতা বলেছেন কপিল শর্মা শোটির বিষয়বস্তু অশ্লীল ও ডাবল মিনিং ধরণের। সাথে তিনি মহাভারতে তার সহশিল্পী গজেন্দ্র চৌহানকে নিয়েও মন্তব্য করেন। সহশিল্পী গজেন্দ্রর প্রতি নিজের রাগ প্রকাশ করেছেন অভিনেতা।

মুকেশ খান্নার বক্তব্যের উত্তরে কপিল শর্মা সংবাদ মাধ্যমকে বলেছেন, ” করোনা মহামারীর সময়ে আমি ও আমার দল মানুষকে হাসানোর চেষ্টা করে গেছি!এর জন্য  কঠোর পরিশ্রম করেছি আমরা। গোটা বিশ্ব যখন একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো অত্যন্ত প্রয়োজন। এবার ব্যক্তি বিশেষে ইটা নির্ভর করে কোনটা আপনার ভালো লাগবে আর কোনটায় আপনি খুট খুজবেন। আমি খুশি বেছে নিয়েছি ও আমার কাজগুলিতে যথেষ্ট মনোযোগ দিয়েছি। আমি ভবিষ্যতেও এই ভাবেই কাজচালিয়ে যাবো, আমি আমার কাজ খুব পছন্দ করি।

কপিল শর্মার এই মন্তব্যের পর মুকেশ খান্না সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “ব্যাপারটা লোককে হাসানো নয়। লোককে কিভাবে হাসানো হচ্ছে সেটাই আসল ব্যাপার। আমি তো বলিনি মানুষ হাসবে না! তবে লোক হাসানোর ক্ষেত্রে একটা শালীনতা  বজায় রাখা উচিত, যেটা কপিল শর্মা শোতে অনুপস্থিত। কপিল শর্মা শোতে শুধুমাত্র বোকামি মূলক ও অশ্লীলতা রয়েছে। আর ওনার শোতে এই অশ্লীলতা মহামারীর সময় নয় বরং অনেক আগে থেকেই চলে আসছে। আমার মনে হয় এই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত”।

https://www.instagram.com/tv/CF_9o09JTwF/?utm_source=ig_web_copy_link

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥