• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও এই কারণে হঠাৎই শেষ হয়ে গিয়েছিল শক্তিমান, মুখ খুললেন মুকেশ খান্না

৯০-এর দশকের জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে প্রথমের সারিতেই ছিল মুকেশ খান্না অভিনীত শক্তিমান। সেইসময়ে মানুষের মুখে মুখে ঘুরত ‘শক্তিমানের’ নাম। বড় হয়ে ওঠার পর ছোটবেলার দিনগুলো সবাই মিস করি। আর ছোট বেলার অর্থাৎ ৯০ দশকের দিনগুলো মনে করলে ছুটির দিনে খেলার মাঠ আর টিভির পর্দায় সুপারহিরো ‘শক্তিমান’ (Shaktimaan) মনে পড়বেই। মায়ের বকুনি সত্ত্বেও খেলতে যাওয়া আর সময় হলেই দৌড়ে এসে টিভির সামনে বসে পড়া, এ যেন এক নস্টালজিয়া।

কিন্তু এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল শক্তিমান। কিন্তু কি কারণে বন্ধ হয়ে গিয়েছিল এত জনপ্রিয় একটা শো, তা ছিল এক রহস্য। অবশেষে এত দিন পর এই বিষয়ে মুখ খুললেন শক্তিমানের প্রযোজক তথা অভিনেতা মুকেশ খান্না।

   

শক্তিমান,মুকেশ খান্না,বলিউড,সুপার হিরো,Shaktiman,Mukesh Khanna,Bollywood,super hero

একটি সাক্ষাৎকারে পর্দার শক্তিমান স্মৃতি হাঁতড়ে বলেন, “রামায়ণ মহাভারতের পর সর্বাধিক জনপ্রিয় শো ছিল শক্তিমান। বিজ্ঞাপন TRP সবেতেই আমরা এগিয়ে ছিলাম। শক্তিমানের দৌলতেই আমার নিজস্ব প্রযোজনা সংস্থা ভীষ্ম ইন্টারন্যাশনাল খোলার সাহস হয়েছিল। আমি সেই সময় দূরদর্শনের অফিসে আমার সুপারহিরোর কনসেপ্ট শোনাতে যাই। ওখানকার ডিজি বেশ উচ্ছ্বসিত হন, এবং আমায় ১০৪ টি এপিসোড রেডি করার কথা বলেন৷ ওই সময় ছাব্বিশটা এপিসোড পাওয়া যেত। ৫২ এপিসোড অনেক কাঠ-খড় পুড়িয়ে পেতে হত।”

শক্তিমান,মুকেশ খান্না,বলিউড,সুপার হিরো,Shaktiman,Mukesh Khanna,Bollywood,super hero

তিনি আরও জানান, “শনিবার সকালে বাচ্চাদের স্কুল থাকত তাই আমি রাতের দিকে একটা স্লট ফাঁকা থাকলে দিতে বলি। উনি রাজি হয়ে যান। শনিবার সাড়ে এগারোটা এবং মঙ্গলবার রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার স্লট নিতে বলেন। দুটোই নন প্রাইম স্লট কিন্তু ভাগ্যের জোরে নন প্রাইম স্লট ও প্রাইম হয়ে উঠেছিল। বাচ্চারা স্কুল কামাই করেও শক্তিমান দেখতেন”।

Mukesh Khanna

এরপর শোয়ের জনপ্রিয়তা এতই বাড়তে থাকে যে একসময় মুকেশ খান্নার পারিশ্রমিক ষোলো লাখে গিয়ে দাঁড়ায়। প্রথমে যে পারিশ্রমিক ছিল মাত্র ৩ লাখ। শক্তিমান এরপর প্রতিবাদ করে ওঠেন এবং জানান, ‘আমি বললাম আপনারা সাফল্যকে এভাবে পেনালাইজ করতে পারেন না। ওনারা বলেন শক্তিমান স্যাটেলাইটের একশোটি সিরিয়ালের মধ্যে একমাত্র জনপ্রিয় সিরিয়াল। তখন ডিজিও পরিবর্তন হয়েছিল, চ্যানেলের প্যাটার্নেও বদল এসেছিল।রবিবার সাড়ে এগারোটা থেকে বারোটায় আমি আর্য্যমানও চালাতাম। বারোটা থেকে একটায় চলত শক্তিমান। কিন্তু চ্যানেলের এতে লোকসান বাড়ছিল। অনিচ্ছাসত্ত্বেও শক্তিমানকে জায়গা ছেড়ে দিতে হয় কাহিনী অসমাপ্ত রেখে। ” তবে মুকেশ খান্না আশ্বাস দিয়েছেন খুব শিগগিরই বড় পর্দায় আসবে শক্তিমান।