• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুড়ো বয়সে ভীমরতি! মেয়েদের নিয়ে নোংরা মন্তব্য, ‘শক্তিমান’ মুকেশ খান্নাকে ধুয়ে দিল নেটিজেনরা

Published on:

Mukesh Khanna gives controversial Statement

টেলিভিশনের পর্দা থেকে শুরু করে সিনেমা- সব মাধ্যমেই নিজের অভিনয় প্রতিভার প্রদর্শন করেছেন অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)। সেই সঙ্গেই জিতেছেন দর্শকদের মন। নব্বইয়ের দশকে এমন শিশু খুঁজে পাওয়া কঠিন যে মুকেশ অভিনীত ‘শক্তিমান’ ধারাবাহিকটি দেখেননি।

সুপারহিট এই ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি বলিউডের বহু ব্লকবাস্টার সিনেমাতেও অভিনয় করেছেন মুকেশ। তবে সাম্প্রতিক অতীতে নিজের কাজের জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত জীবনের জন্য বারংবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন এই বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি যেমন মেয়েদের (Girls) নিয়ে একটি কুরুচিকর মন্তব্য (Controversial statement) করে সামাজিক মাধ্যমে চরম ট্রোলড হচ্ছেন ‘শক্তিমান’।

Mukesh Khanna

মুকেশ খান্না নিজের ব্যক্তিগত জীবনের জন্য বারবার সংবাদের শিরোনামে চলে আসলেও, এবার মেয়েদের নিয়ে তিনি যে নোংরা মন্তব্য করেছেন সেই কারণে তাঁর ওপর প্রচণ্ড চটে গিয়েছেন নেটিজেনরা। সামাজিক মাধ্যমে তাঁর সেই বক্তব্যের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে।

Mukesh Khanna gives a controversial statement on girls, actor gets trolled

‘শক্তিমান’ অভিনেতা কী বলেছেন জানেন? সম্প্রতি মেয়েদের বিষয়ে কথা বলার সময় মুকেশ বলেন, ‘যদি কোনও মেয়ে কোনও ছেলেকে বলে আমি তোমার সঙ্গে সেক্স করতে চাই, তাহলে সেই মেয়ে ভালো মেয়ে নয়। সেই ব্যবসা করছে’।

মুকেশের সংযোজন, ‘কারণ এই ধরণের নির্লজ্জ কথাবার্তা কোনও সভ্য সমাজের মেয়ে করে না’। অভিনেতার সংযোজন, ‘আর যদি কোনও মেয়ে এই ধরণের কথা বলে, তাহলে সে সভ্য সমাজের মেয়ে নয়’। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ‘শক্তিমান’ মেয়েদের বিষয়ে এমন ধারণা পোষণ করেন জেনে বেশ দুঃখ পেয়েছেন তাঁর অনুরাগীরা। এই কারণে নেটিজেনদের একাংশ তাঁকে ধুয়েও দিয়েছেন। ‘বুড়ো বয়সে ভীমরতি’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে।

তবে মুকেশের অতীতের নানান বক্তব্যের রেকর্ড ঘাঁটলে দেখা যাবে, এই প্রথমবার অভিনেতা এমন কোনও বিতর্কিত মন্তব্য করেননি। এর আগেও উনি এমন মন্তব্য করেছেন। একবার তো সুপারহিট ‘দ্য কপিল শর্মা শো’কে জঘন্য বলেছিলেন তিনি। তবে এবার মেয়েদের নিয়ে যে নিম্নরুচির মন্তব্য ‘শক্তিমান’ করেছেন, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥