অশ্লীল ছবি (Pornography) বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত সোমবার অর্থাৎ ১৯ জুলাই রাতে শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। গ্রেফতারির পর ২৩ জুলাই তাকে এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয়। এরপর ২৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। গতকালই শেষ মেয়াদ শেষ হওয়ায় কথা ছিল।
কিন্তু গতকাল ফের তাকে ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে তার জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেওয়া হয় । মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তরফে রাজ কুন্দ্রার কাস্টডি চাওয়া হলে তা মঞ্জুর করেনি আদালত। আপতত জেলেই থাকতে হবে রাজ কুন্দ্রাকে।
উল্লেখ্য পুলিশ ইতিমধ্যেই রাজের ১২ লক্ষ ডলারে ১২১টি পর্ন ভিডিও লেনদেনের বিষয়ে জানতে পেরেছে। এছাড়া এদিন পুলিশ কোর্টে জানায়, রাজ কুন্দ্রার সিটি ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে রাজ কুন্দ্রার ১ কোটি ১৩ লক্ষ টাকার হদিশ পাওয়া গিয়েছে। অন্যদিকে নিজের জামিনের আবেদনে রাজ কুন্দ্রা জানিয়েছেন হটশটস অ্যাপের জন্য যে ভিডিয়ো গুলি ব্রিটিশ যুক্তরাজ্যের একটি কোম্পানির জন্য তিনি বানিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে , সেগুলি ইরোটিকা হলেও তা পর্নোগ্রাফি নয়। কারণ সেখানে প্রকৃত যৌন সঙ্গমের কোনও দৃশ্য নেই।
পুলিশের অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় কোনও রকম সহযোগিতা করছেন না রাজ। এই ঘটনায় ২৩ জুলাই রাজ কুন্দ্রার স্ত্রী তথা বিজনেস পার্টনার শিল্পা শেঠিকেও একটানা ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ওইদিন জেরার মুখে পড়ে শিল্পা দাবি করেছেন তিনি হটশটস অ্যাপের ব্যাপারে কিছু জানতেন না। তবে তাঁর স্বামী রাজ কুন্দ্রা নির্দোষ। পুলিশকে দেওয়া বয়ানে তিনি বলেন, ‘আমার স্বামী ইরোটিকা বানাতেন, পর্নোগ্রাফি নয়’।
এসবের মধ্যেই রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি কান্ডে এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন ‘শক্তিমান'(Shaktimaan)খ্যাত অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna)। এদিন তিনি বলেছেন ‘কে দোষী তা আমি বিচার করতে চাই না। তবে আমার মতে ঘটনাটা সত্যি হলে,একজন স্ত্রী হিসাবে শিল্পা শেঠি, তাঁর স্বামী রাজ কুন্দ্রার কার্যকলাপ ও নিজেদের কোম্পানির সম্পর্কে ১২০ শতাংশ সব কিছুই জানতেন। আগেকার দিনের কথা হলে তাও মানা যেত। তখন স্বামীরা অর্ধাঙ্গিনীর সঙ্গে বাইরের সব কথা ভাগ করতেন না। কিন্তু এখনকার দিনে স্ত্রীয়েরা তো ঘরের সঙ্গে সঙ্গে স্বামীর ব্যবসাও সামলান, সবই খবর রাখেন। আমি এটা বলছি না শিল্পা শেট্টি দোষী। কিন্তু অভিযোগ যদি সত্যি হয় তাহলে ওঁর উচিত নিজের স্বামীর বিরুদ্ধে গিয়ে হলেও সত্যিটা বলা।’