• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকা থাকলে কি না হয়! ৬০ পেরিয়েও সন্তানের মুখ দেখবেন মুকেশ আম্বানি

Published on:

Mukesh Ambani's Daughter Shloka Mehta going to be mother of Second Child

পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন মুকেশ অম্বানি (Mukesh Ambani)। মুকেশের পাশাপাশি তাঁর পরিবারের প্রত্যেক সদস্য, নীতা (Nita Ambani), ঈশা, আকাশ (Akash Ambani), অনন্ত এবং শ্লোকাকে (Shloka Ambani) নিয়েও সংবাদমাধ্যমে চর্চা লেগে থাকে। তাঁদের ব্যক্তিগত জীবন, লাইফস্টাইল নিয়ে আগ্রহের অন্ত নেই সাধারণ মানুষের মধ্যে। সম্প্রতি যেমন জানা গিয়েছে, এই ভারতীয় ধন কুবেরের বাড়িতে আসছে ছোট্ট সদস্য।

দিনকয়েক আগেই ধুমধাম করে উদ্বোধন করা হয়েছে মুকেশ পত্নী নীতার কালচারাল সেন্টারের। বলিউডের পাশাপাশি হলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন সেখানে। জমকালো সেই অনুষ্ঠানে বেবি বাম্প (Baby bump) সহ প্রকাশ্যে এসে সকলকে চমকে দেন মুকেশ-নীতার বড় ছেলের বৌ তথা আকাশের স্ত্রী শ্লোকা অম্বানি।

Shloka Mehta, Shloka Mehta pregnant, Shloka Mehta baby bump

গত শনিবার নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টার উদ্বোধনের দ্বিতীয় দিন ছিল। সেদিনের অনুষ্ঠানের জন্য হবু মা শ্লোকা বেছে নিয়েছিলেন সাদা রংয়ের লেহেঙ্গা এবং সোনালি রঙের হল্টারনেক চোলি। ন্যুড মেক আপ এবং মানানসই গয়নায় অপূর্ব দেখাচ্ছিল হবু মা শ্লোকাকে। পাপারাৎজিদের সামনে দাঁড়িয়ে স্বামী আকাশ এবং শ্বশুরমশাই মুকেশের সঙ্গে পোজও দিতে দেখা যায় তাঁকে।

তবে সেসবের মাঝে প্রত্যেকের নজর কাড়ে শ্লোকার বেবি বাম্প। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আকাশপত্নীর প্রেগন্যান্সির (Pregnant) কথা। শ্লোকার ছবি শেয়ার করে তাঁর মেক আপ আর্টিস্ট লেখেন, ‘সুন্দরী এবং দীপ্তিময়ী… হবু মা, সবচেয়ে সুন্দরী শ্লোকা আজ নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে’।

Shloka Mehta, Shloka Mehta pregnant, Shloka Mehta baby bump

২০১৯ সালে মুকেশ-নীতার বড় ছেলে আকাশের সঙ্গে শিল্পপতি রাসেল মেহতার কন্যা শ্লোকা সাত পাক ঘোরেন। তাঁদের দু’বছরের এক ছেলে রয়েছে। মুকেশ-নীতার নাতির নাম পৃথ্বী অম্বানি। মাঝেমধ্যেই মা-বাবা এবং দাদু-ঠাকুমার সঙ্গে দেখা যায় তাঁকে। ৩২ বছর বয়সে ফের মা হতে চলেছেন আকাশ-পত্নী।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন হয়েছে। সেই বর্ণাঢ্য অনুষ্ঠানে বলিউডের শাহরুখ, সলমন, আমির সহ একাধিক তারকারা ছাড়াও উপস্থিত ছিলেন টম হল্যান্ড, জেন্ডায়া, জিজি হাদিদের মতো হলিউড স্টাররাও। এছাড়াও খেলা এবং রাজনীতির দুনিয়ার একাধিক তারকার উজ্জ্বল উপস্থিতিও নজর কেড়েছিল সেই অনুষ্ঠানে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥