• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুকেশ আম্বানির প্রাসাদ অ্যান্টিলিয়ার এক মাসের ইলেক্ট্রিক বিল প্রায় ৭০০০ পরিবারের বিদ্যুৎ খরচ!

Published on:

Antilia মুকেশ আম্বানি Mukesh Ambani

বর্তমানে বিশ্বের দরবারে ভারতের নাম করলেই চলে আসে রিলায়েন্স জিও (Jio) -র কথা, আর স্বাভাবিকভাবেই তার সঙ্গেই উচ্চারিত হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কর্নধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)-এর নাম। যদিও সোশ্যাল মিডিয়ায় মুকেশ আম্বানির প্রসঙ্গ উত্থাপনে স্ত্রী নীতা আম্বানির (Nita Ambani) চেয়েও অধিকবার উঠে আসে অ্যান্টিলিয়া (Antilia)-এর নাম। এর কারণ মুকেশের বসতবাড়ির দানবিক আকার। সম্প্রতি মুকেশের নাম আবারও উঠে এসেছে সংবাদের শিরোনামে, এবারের কারণও সেই অ্যান্টিলিয়া।

Antilia মুকেশ আম্বানি Mukesh Ambani

২৭ তলার অ্যান্টিলিয়া আকারে যতটা বৃহৎ, ততটাই ম্রিয়মান। এর কারণ অ্যান্টিলিয়ার পাশে উপস্থিত ধারাভি বস্তি। এশিয়ার অন্যতম বৃহৎ বস্তির পাশে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও মূল্যবান বসতবাড়ির উপস্থিতি ‘অ্যান্টিলিয়া’-কে অনেকাংশে উপহাসের পাত্র করে তোলে। যদিও অ্যান্টিলিয়ার কারণে এইবারে মুকেশের যে আকাশছোঁয়া ইলেক্ট্রিসিটি বিল এসেছে, তার বহর শুনলে চমকে যাবেন যে কেউই!

Antilia মুকেশ আম্বানি Mukesh Ambani

মুকেশ-ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রায় ৭০০০ পরিবারের ইলেকট্রিক খরচ একাই নিয়ে নেয় অ্যান্টিলিয়া! প্রায় ৬,৩৭,২৪০ ইউনিট তড়িৎ খরচের মূল্য হিসেবে বিলবাবদ মুকেশকে নাকি দিতে হবে প্রায় ৭০ লক্ষ টাকা। যদিও আগেভাগে টাকা মিটিয়ে দেওয়ার দৌলতে বেশ ভালোই ‘রিবেট’ পেয়েছেন আম্বানি। তার পরিমাণও ৪৮ হাজার টাকার কাছাকাছি!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥