• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেমন দেখতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি বাড়ি‘অ্যান্টিলিয়া’? ফাঁস মুকেশ আম্বানির অন্দরমহলের ছবি

Updated on:

Mukesh Ambani,Antilia,House,Nita Ambani,Interior,Interior decoration,Offbeat,Offbeat news,মুকেশ অম্বানি,নীতা অম্বানি,অ্যান্টিলিয়া,বাড়ি,অন্দরমহল,ইন্টেরিয়র,ইন্টেরিয়র ডেকোরেশন,অফবিট,অফবিট সংবাদ,Mukesh Ambani house,Antilia interior pictures,Antilia interior decoration pictures,মুকেশ অম্বানির বাড়ি,অ্যান্টিলিয়ার অন্দরমহলের ছবি,অ্যান্টিলিয়া ইন্টেরিয়র ডেকোরেশন

ভারতের ধনকুবের মুকেশ অম্বানির (Mukesh Ambani) বাড়ি (House) ‘অ্যান্টিলিয়া’ (Antilia) বিশ্বের অন্যতম দামি এবং বিলাসবহুল প্রপার্টি। স্ত্রী নীতা অম্বানি (Nita Ambani), পুত্র, পুত্রবধূ এবং নাতি-নাতনিকে নিয়ে এখানেই থাকেন মুকেশ। প্রায় ২৭ তলার এই প্রাসাদসম বাড়ি মুম্বইয়ের অন্যতম দর্শনস্থানও বটে। বাড়িটি বাইরে থেকে দেখতে যেমন নজরকাড়া, তেমনই অন্দরমহলও (Interior) চোখধাঁধানো।

‘অ্যান্টিলিয়া’র ভেতর একাধিক সুবিধা রয়েছে। ব্যক্তিগত হেলিপ্যাড থেকে শুরু করে বলরুম, টেরেস গার্ডেন হয়ে ৪০টি আসন বিশিষ্ট থিয়েটার- রিল্যায়েন্স কর্তার বাড়িতে রয়েছে সকল সুবিধা। বলা ভালো, ২৭ তলার এই বাড়িতে যা যা সুযোগ-সুবিধা রয়েছে তা যে কোনও শহরকে টেক্কা দিতে পারে! অত্যন্ত উন্নত প্রযুক্তিতে বানানো এই বাড়ি রিখটার স্কেলে ৮ মাত্রা পর্যন্ত ভূমিকম্পও সহ্য করতে পারে।

Antilia, Antilia interior pictures, Mukesh Ambani house Antilia

শোনা যায়, লন্ডনের বাকিংহ্যাম প্যালেসের পর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দামি প্রপার্টি হিসেবে বিবেচিত হয় ‘অ্যান্টিলিয়া’। এই মুহূর্তে অম্বানিদের বাড়ির মূল্য প্রায় ১৫০০ কোটি টাকা। এখানে প্রায় ১৬৮টি গাড়ি পার্ক করা যায়। এছাড়া এই বাড়ির বেশ কয়েকটি ফ্লোর জুড়ে মিটিং এরিয়াও গড়ে তুলেছেন অম্বানিরা।

Antilia, Antilia interior pictures, Mukesh Ambani house Antilia

কাঠের মেঝে, টেরাকোটার রঙয়ের সোফা, কাঁচের প্যানেলিং সহ বাঁকানো সিঁড়ি, দেওয়ালে ঝোলানো সুন্দর সুন্দর চিত্র- মুকেশ অম্বানির বাড়ি ভিস্যুয়ালি প্রচণ্ড আকর্ষণীয়। জানা যায়, ‘অ্যান্টিলিয়া’র প্রত্যেকটি ঘর সদস্যদের পছন্দ-অপছন্দ মাথায় রেখে তৈরি করা হয়েছে। তবে সবচেয়ে সুন্দর দেখতে মুকেশ-নীতার একমাত্র মেয়ে ঈশার (Isha Ambani) ঘর।

Antilia, Antilia interior pictures, Mukesh Ambani house Antilia

অম্বানি পরিবারের একাধিক অনুষ্ঠানের আসর বসে এই ‘অ্যান্টিলিয়া’য়। একটি বিরাট হল রয়েছে অম্বানিদের বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে একাধিকবার ‘অ্যান্টিলিয়া’র অন্দরের ঝলক দেখা গিয়েছে। সেখান থেকেই বোঝা যায়, নিজেদের প্রসাদসম এই বাড়ি সাজাতে কোনও রকম ত্রুটি রাখেননি মুকেশ এবং নীতা।

Antilia, Antilia interior pictures, Mukesh Ambani house Antilia

এছাড়াও ‘অ্যান্টিলিয়া’র ইন্টেরিয়র ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে, বিরাট বড় বড় একাধিক আয়না। ফটোশ্যুটের জন্যেও বাইরে যেতে হয় না নীতা-শ্লোকাদের। বাড়ির মধ্যেই একাধিক চোখধাঁধানো ব্যাকগ্রাউন্ড পেয়ে যান তাঁরা। প্রসঙ্গত, ‘অ্যান্টিলিয়া’ মুকেশ, নীতা, অনন্ত, আকাশ, শ্লোকা এবং তাঁদের সন্তানেরা থাকেন। অপরদিকে বিয়ের পর স্বামী আনন্দ পিরামলের সঙ্গে ওরলিতে থাকেন ঈশা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥