• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুকেশ কন্যা ইশা আম্বানির চোখ ধাঁধানো প্রাসাদের দাম ৪৫০ কোটি! রয়েছে আস্ত একটি হিরের ঘর

Published on:

Isha Ambani Mukesh Ambani Isha Ambani house

বর্তমানে বিশ্বের দরবারে ভারতের নাম করলেই চলে আসে রিলায়েন্স জিও (Jio) -র কথা, আর স্বাভাবিকভাবেই তার সঙ্গেই উচ্চারিত হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কর্নধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)-এর নাম। বিশ্বের প্রথম সারিরধনকুবের দের মধ্যে অন্যতম মুকেশ আম্বানি।

আম্বানি পরিবারের একমাত্র কন্যা মুকেশের মেয়ে ঈশা আম্বানি (Isha Ambani) গত ১৪ ই ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন পিরামল এন্টারপ্রাইজের প্রধান অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে। তাদের বিয়ের সাজসজ্জা জাঁকজমক দেখেই চোখে ঝিলমিল লেগে গিয়েছিল সাধারণ মানুষের।

Isha Ambani Mukesh Ambani

রাজতন্ত্র না থাকলেও কার্যতই রাজকন্যা ঈশা। আর রাজকন্যার জন্য রাজপ্রাসাদ থাকবেনা তা কি হয়?দক্ষিণ মুম্বইয়ে আরব সাগরের তীরে অবস্থিত ঈশা-আনন্দের চোখ ধাঁধানো বাংলোর অন্দরমহল যেন রূপকথার স্বপ্নপুরী৷ জানেন কি কেমন দেখতে সেই বাংলোর অন্দরমহল?

Isha Ambani Mukesh Ambani

প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার এই প্রাসাদ ৫০ হাজার বর্গফুট জায়গার উপর গড়ে উঠেছে। ৬ বছর আগেহিন্দুস্থান ইউনিলিভার–এর থেকে কিনে এই প্রাসাদটি বিয়েতে ঈশাকে উপহার দেন আনন্দ।

কী নেই এই রাজপ্রাসাদে? এই সাতমহলা বাড়িতে রয়েছে তিনটি বেসমেন্ট, রয়েছে অনেকগু’লো খাওয়ার ঘর এবং বিশাল বিশাল হল ঘর। এছাড়াও রয়েছে চোখ ধাঁধানো এক বিশাল সুইমিং পুল। বাড়ির সামনে সুসজ্জিত বিশাল বাগানে রয়েছে হরেক রকমের গাছ।

Isha Ambani Mukesh Ambani

শুনলে চমকে যাবেন এই প্রাসাদের থিম হল হিরে। তাই ঈশার এই প্রাসাদে রয়েছে আস্ত একখানা হিরের ঘর। এছাড়াও রয়েছে বিরাট বিরাট শয়নকক্ষ। এছাড়াও এই বাংলোতে এমন এক একটি ঘর আছে যার উচ্চতা প্রায় ৩৬ ফুট। জানলা দিয়েই দেখা যায় আরব সাগরের নীল জলরাশি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥