• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিলায়েন্স রাজবংশে জন্ম নিল ফুটফুটে রাজপুত্র! দাদু হলেন মুকেশ আম্বানি

Published on:

আম্বানিদের প্রাসাদ অ্যান্তিলিয়ায় এখন কার্যত খুশির হাওয়া। বিশ্বের অন্যতম ধনী পরিবারে জন্ম নিল ফুটফুটে রাজপুত্তুর। দাদু হলেন রিলায়েন্স ডিজিটালের কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh ambani)।বুধবারই মুকেশ পুত্র আকাশ আম্বানি (Akash ambani) এবং শ্লোকা মেহতার কোল আলো করে জন্ম নিল ফুটফুটে পুত্র সন্তান। সারা আম্বানি পরিবারেই এখন সাজো সাজো রব।

প্রথমবার নাতির মুখ দেখলেন মুকেশ এবং নীতা। এদিন, একটি বিবৃতি প্রকাশ করে আম্বানি পরিবারের তরফে জানানো হয়, শ্রীকৃষ্ণের আশীর্বাদে শ্লোকা এবং আকাশের কোলজুড়ে এক ফুটফুটে পুত্রসন্তান জন্ম নিয়েছে। ধীরুভাই এবম কোকিলাবেন আম্বানির প্রথম প্রপৌত্রকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত খুশি এবং গর্বিত মুকেশ ও নীতা আম্বানি।

আকাশ এবং শ্লোকার এটিই প্রথম সন্তান। আম্বানির পরিবার সূত্রে খবর, মা এবং সদ্যজাত উভয়েই সুস্থ রয়েছেন। প্রসঙ্গত, ২০১৯ সালে ছোটবেলার বান্ধবী শ্লোকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন মুকেশপুত্র আকাশ আম্বানি। হিরে ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোকাকে পুত্রবধূর সম্মানে ঘরে তুলেছিলেন ধনকুবের মুকেশ আম্বানি। এবার তাদের ঘরেই এল একরত্তি। ইতিমধ্যেই আম্বানি পরিবারকে শুভেচ্ছায় মুড়ে দিয়েছে সারা বিশ্বই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥