• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাম চরণের মেয়েকে সোনার দোলনা উপহার দিলেন অম্বানিরা! দাম শুনলে মাথা বনবন করে ঘুরবে

Updated on:

Mukesh Ambani and Nita Ambani gifted a gold cradle to Ram Charan daughter

Ambani gifted a gold cradle to Ram Charan daughter: বিয়ের ১২ বছর পর সন্তানের মুখ দেখলেন অস্কার জয়ী ‘আরআরআর’ ছবির তারকা রাম চরণ (Ram Charan) এবং তাঁর স্ত্রী উপাসনা কামিনেনী (Upasana Kamineni)। রথযাত্রার দিন ফুটফুটে কন্যা (Ram Charan Daughter) সন্তানের জন্ম দিয়েছেন রামের স্ত্রী। এরপর থেকে খুশির জোয়ারে ভাসছে কোনিডেলা এবং কামিনেনী পরিবার। নাতনির জন্মের পরেই দাদু চিরঞ্জীবী তাঁর নাম রেখেছেন ‘মেগা প্রিন্সেস’।

সম্প্রতি আয়োজিত হয়েছিল রাম চরণ এবং উপাসনার একরত্তির নামকরণ অনুষ্ঠান। মেয়ের বয়স ১০ দিন হতেই ধুমধাম করে অভিনেতার শ্বশুরবাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণী অভিনেতা জানান, মেয়ের নাম রেখেছেন ক্লিন কারা কোনিডেলা। বন্ধুর মেয়েকে দেখার জন্য সস্ত্রীক হাসপাতালে ছুটে গিয়েছিলেন ‘পুষ্পা’ অভিনেতা আল্লু অর্জুন। ‘আরআরআর’ তারকার মেয়ের জন্য বহুমূল্য উপহার পাঠিয়েছেন মুকেশ (Mukesh Ambani) এবং নীতা অম্বানিও (Nita Ambani)।

Mukesh Ambani gift to Ram Charan daughter

রাম চরণের মেয়েকে আশীর্বাদ স্বরূপ একটি দোলনা (Cradle) পাঠিয়েছেন মুকেশ এবং নীতা। তবে সেই দোলনা একেবারেই সাধারণ নয়, বরং খাঁটি সোনা (Gold Cradle) দিয়ে তৈরি। আর সেই সোনার দোলনার দাম কত জানেন? অঙ্কটা শুনলে চমকে উঠবে যে কেউ।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মুকেশ এবং নীতা রাম চরণের মেয়ের জন্য যে সোনার দোলনা পাঠিয়েছেন সেটির মূল্য প্রায় ১ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই দেখছেন। ‘মেগা প্রিন্সেস’ ক্লিন কারা কোনিডেলার জন্য এত দামি একটি উপহার পাঠিয়েছেন রিল্যায়েন্স কর্তা।

Ram Charan daughter, Mukesh Ambani gift to Ram Charan daughter

তবে মুকেশ একা নন, রাম চরণের মেয়ে আরও বহু অভিনব উপহার পেয়েছে। অস্কারজয়ী ‘নাটু নাটু’র গায়ক কালা ভৈরব যেমন অভিনেতার মেয়ের জন্য একটি বিশেষ সুর বেঁধেছেন। মিনিট খানেকের সেই মিষ্টি সুর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাম চরণ।

সেই সঙ্গেই নিজের সমস্ত অনুরাগীদেরও ধন্যবাদ জানিয়েছেন রাম চরণ। ‘আরআরআর’ অভিনেতা বলেন, ‘আমার সমস্ত অনুরাগীদের আমি ধন্যবাদ জানাচ্ছি। সম্পূর্ণ ভারতবর্ষ থেকে যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমাদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রত্যেককে জানাই ধন্যবাদ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥