ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়দের মধ্যে একজন। জাতীয় দলের হয়ে আর না খেললেও মাহির জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। বরং সময়ের সঙ্গেই তা আরও বেড়েছে। এবার বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কই বিনোদন দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে তাঁর প্রথম ছবির টিজার।
ধোনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বিশেষ সক্রিয় থাকেন না। তবে তাঁর অসংখ্য ফ্যান পেজ রয়েছে। সেখান থেকেই তাঁর জীবনের নানান আপডেট পান অনুরাগীরা। এবার এই ব্যক্তিত্বই ফিল্মি দুনিয়ায় পা রাখতে চলেছেন। বাইশ গজে রাজত্ব করার পর এবার অভিনয় জগতে পা অভিষেক হচ্ছে তাঁর। স্বাভাবিকভাবেই ‘থালা’র প্রথম ছবি (MS Dhoni movie) দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
প্রাক্তন ভারত অধিনায়ক অবশ্য কোনও বলিউড ছবির হাত ধরে নয়, বরং একটি তামিল সিনেমার হাত ধরে বিনোদন দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন। ধোনির প্রথম ছবির নাম ‘লেটস গেট ম্যারেড’ (Let’s Get Married)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ছবির টিজার। দর্শকদের সেটি দারুণ পছন্দ হয়েছে সেটি। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ধোনির প্রথম সিনেমায় অভিনয় করছেন নাদিয়া, হরিশ কল্যাণ, যোগী বাবু, ইভানার মতো শিল্পীরা। তবে এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন, অভিনেতা হিসেবে নয়, বরং প্রযোজক হিসেবে বিনোদন দুনিয়ায় পথচলা শুরু করছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। আইপিএলের মরসুমেই ধোনি নিজের ডেবিউ ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
‘লেটস গেট ম্যারেড’এর পোস্টার শেয়ার করে ধোনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আশা করব’ এই সিনেমা আপনাদের মুখে হাসি ফোটাবে। ছবিটির পরিচালনা করছেন রমেশ থামিলমণি। সেই সঙ্গেই ছবির সঙ্গীত বিভাগের দায়িত্বও রয়েছে তাঁর ওপর। প্রসঙ্গত, রমেশ একজন নামী সঙ্গীতকারই শুধু নন, দারুণ লেখকও। ‘অথর্বঃ দ্য অরিজিন’ গ্রাফিক নোভেলটি তিনিই লিখেছিলেন।
We’re super excited to share, Dhoni Entertainment’s first production titled #LGM – #LetsGetMarried!
Title look motion poster out now! @msdhoni @SaakshiSRawat @iamharishkalyan @i__ivana_ @HasijaVikas @Ramesharchi @o_viswajith @PradeepERagav pic.twitter.com/uG43T0dIfl
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) January 27, 2023
ধোনি প্রযোজিত ‘লেটস গেট ম্যারেড’এর টিজার দেখার পর স্বাভাবিকভাবেই তাঁর অনুরাগীদের মধ্যে ছবিটি ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছে। ক্রিকেটার হিসেবে দারুণ সফল হওয়ার পর মাহি ফিল্মি দুনিয়ায় কতখানি সফল হতে পারেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রত্যেকে।