• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্রিকেটের পর সোজা সাউথে পাড়ি! আল্লু অর্জুন, Jr NTR’র সঙ্গে ‘জুটি বেঁধে’ ডেবিউ করতে চলেছেন ধোনি

Published on:

MS Dhoni,MS Dhoni South Indian industry,MS Dhoni in South,South Indian movies,entertainment,মহেন্দ্র সিং ধোনি,দক্ষিণ ভারতীয় সিনেমা,বিনোদন

প্রায় প্রত্যেক ভারতবাসীর কাছেই মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) মানে শুধুমাত্র বিশ্বকাজ জয়ী ভারত অধিনায়ক নয়, ‘ধোনি’ মানে একটা আবেগ। সেই কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার বেশ কয়েক বছর পরেও তাঁকে মিস করেন প্রত্যেকে। তবে এবার ধোনি অনুরাগীদের জন্য একটি সুখবর রয়েছে।

বাইশ গজ কাঁপানোর পর ‘ক্যাপ্টেন কুল’এবার পা রাখতে চলেছেন বিনোদন দুনিয়ায় (Entertainment industry)। হ্যাঁ, ঠিকই দেখছেন। এতদিন ধরে মাহির বিনোদন ইন্ডাস্ট্রিতে ‘ডেবিউ’র স্রেফ গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার সেই সংবাদে একপ্রকার শিলমোহর পড়ে গিয়েছে।

MS Dhoni smiling

ক্রিকেটের ময়দান থেকে বলিউড নয়, সোজা সাউথে পাড়ি দিয়েছেন ধোনি। বিনোদন ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, এবার রাম চরণ, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআরের মতো সুপারস্টারদের সঙ্গে ‘জুটি বেঁধে’ দর্শকদের মন জয় করতে দেখা যাবে তাঁকে।

তবে এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন, ধোনি কিন্তু অভিনেতা হিসেবে নয়, বরং প্রযোজক হিসেবে বিনোদন ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন। ধোনি ঘরণী সাক্ষী সিং ধোনির লঞ্চ করা ধোনি এন্টারটেইনমেন্ট এবার শীঘ্রই সাউথে একটি শাখা খুলতে চলেছে এবং সাউথের সিনেমায় বিনিয়োগ করতে চলেছে। বিশেষত তামিল, তেলেগু এবং মালায়ালম সিনেমায় ধোনির প্রযোজনা সংস্থা বিনিয়োগ করতে চলেছেন বলে জানা যাচ্ছে।

Ram Charan and Jr NTR

একটি নামী সংবাদমাধ্যমের তরফ থেকে টুইট করে ধোনির ‘সাউথ ডেবিউ’ সম্বন্ধে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের তরফ থেকে টুইটারে লেখা হয়েছে, ‘তামিল, তেলেগু এবং মালায়ালম ভাষায় সিনেমা তৈরি করার উদ্দেশে ধোনি তাঁর ফিল্ম প্রোডাকশন কোম্পানি ধোনি এন্টারটেইনমেন্ট সাউথে লঞ্চ করতে চলেছেন’।

ধোনি অনুরাগীদের একথা অজানা নয়, সাউথের সঙ্গে ক্রিকেটারের ঠিক কতখানি গভীর সম্পর্ক। আইপিএলে এত বছর ধরে চেন্নাই সুপার কিংসে খেলার সৌজন্যে তামিলনাড়ু প্রায় তাঁর দ্বিতীয় ঘর হয়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই বিনোদন ইন্ডাস্ট্রিতে নিজের নতুন ইনিংস সাউথ থেকেই শুরু করতে চলেছেন সকলের প্রিয় ‘থালা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥