বাঙালি অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan), অভিনেত্রীর পাশাপাশি তৃণমূল সাংসদ তিনি। মাঝে মধ্যেই অভিনেত্রী শিরোনামে আসেন তার সাহসী ও বিতর্কিত মন্তব্যের জেরে। এ দিন আবারো শিরোনামে উঠে এলেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও বিজেপির (BJP) বিরুদ্ধে মন্তব্য করেছেন অভিনেত্রী।
অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ আমাদের দেশ পুড়ছে বিজেপি ও শ্রী নরেন্দ্র মোদীর হাতে’। পশ্চিমবঙ্গে ‘সেভ বেঙ্গল ফ্রম বিজেপি’ (Save Bengal From BJP) কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির প্রচার করেই এই মন্তব্য করেছেন নুসরাত। এই কর্মসূচীর জন্য একটি ওয়েবসাইট তৈরী করা হয়েছে savebengalfrombjp.com নামে। কোনো বিপর্যয় ঘটলে যেমন ফেসবুকে আপনি নিরাপদ আছেন কিনা চিহ্নিত করা যায়। ঠিক তেমনি ‘নিজেকে বিজেপির থেকে সুরক্ষিত চিহ্নিত করুন’ (Mark Yourself Safe from BJP) এই স্লোগানে ক্লিক করতে বলা হয়েছে এই কর্মসূচিতে।
Our country is burning in the hands of @BJP4India & Shri @narendramodi and today, more than 5 lakh people have united against their politics of hate and inequality. Protect West Bengal and mark yourself safe at https://t.co/kO4QHF9aah #5LMarkedSafeFromBJP
— Nussrat Jahan (@nusratchirps) October 31, 2020
নুসরাত এই কর্মসূচীর লিংক শেয়ার করে লিখেছেন, ‘ আমাদের দেশ আজ বিজেপি ও নরেদ্র মোদীজির হাতে পুড়ছে।ইতিমধ্যেই ৫ লখ্যাধিক মানুষ রাজনৈতিক হিংসা ও বৈষম্যের বিরুদ্ধে একত্রিত হয়েছেন। আপনিও নিজেকে সুরক্ষিত হিসাবে চিহ্নিত করুন বাংলাকে বাঁচাতে’।
প্রসঙ্গত, এই প্রথম বার নয় এর আগেও বহুবার বিজেপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন নুসরাত। হাথরাস কান্ড থেকে বেকারত্ব ও আরো নানান প্রসঙ্গে মন্তব্য করেছেন নুসরাত। এবার দুর্গাপূজার পরে আবার রাজনীতির ময়দানে কোমর বেঁধে নেমে পড়লেন অভিনেত্রী ও সংসদ নুসরাত জাহান।