সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগে আট থেকে আসি সকলেই সোশ্যাল মিডিয়াতে (Social Media) মত্ত। যোগাযোগ তো আছেই সাথে সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন ভাইরাল হয় হাজারো ভিডিও। সেই সব ভাইরাল ভিডিও (Viral Video) গুলির মধ্যে কিছু ভিডিও হল হাসি মজার তো কিছু ভিডিও চমকে দেবার মত। ভিডিওগুলিতে মাঝে মধ্যেই পশুপাখিদের কান্ড কারখানা থেকে শুরু করে বন্যা পশুদের লড়াই সবই দেখতে পাওয়া যায়। আবার অনেক সময় কচি কাঁচাদের অসাধারণ প্রতিভাও দেখা যায়।
এবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল এই ভিডিওটিতে একটি বিষধর সাপ ও একটি ইঁদুরের যুদ্ধ দেখা যাচ্ছে। সাপ নাম শুনলেই অনেকের গা শিউরে ওঠে, আর ইঁদুর হল সাপের প্রিয় খাবারের মধ্যে অন্যতম। বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় ইঁদুর বা ইঁদুরছানা পেলেই উদরস্ত করে সাপ। এক্ষেত্রেও বিষধর সাপটি সেই চেষ্টাতেই ছিল। ইঁদুরের ছানাদের মুখে পুড়ে গিলে নেবার চেষ্টা করছিল বিষধর সাপটি।
কিন্তু, কথায় আছে না সন্তানের জন্য মা প্রাণের ঝুঁকি নিতেও ভয় পায় না। ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি ইঁদুর ছানাকে মুখে নিয়ে পালানোর চেষ্টায় রয়েছে। অন্য দিকে ইঁদুরছানার মা প্রাণের ভয় না করেই সাপের থেকে তার ছানাকে ছাড়ানোর জন্য সাপটির সাথে রীতিমত যুদ্ধ শুরু করে দেয়। শেষে সাপটি হার মেনে নেয় ও ইঁদুরছানাটিকে ছেড়ে পালিয়ে যায়। কোনো একব্যক্তি ইঁদুর ও সাপের এই হাড্ডা হাড্ডি লড়াইয়ের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর তারপরেই তুমুল ভাইরাল হয়ে পরে ভিডিওটি।
If you haven’t seen what mothers courage is…
It rescues it baby from the snakes mouth. Unbelievable.. pic.twitter.com/3u6QD2PAl0
— Susanta Nanda (@susantananda3) November 27, 2020