• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পরেই প্রথম সরস্বতী পুজোতে, বরের ঘাড় ভেঙে ২৫ হাজারের শাড়ি পরলেন মৌনী! দেখুন ছবি

বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন বাঙালি অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। সমস্ত জল্পনায় শিলমোহর দিয়ে গত ২৭ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক সুরজ নাম্বিয়ারের (Suraj Nambia) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। গোয়ার সমুদ্র তটে দক্ষিণ ভারতীয় রীতির পাশাপাশি বাঙালি রীতি মেনেও বিয়ে সেরেছিলেন নায়িকা। মুহুর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

তারপর থেকেই বাঙালি মেয়ে বৌদের মতোই হাতে শাঁখা পলা আর সিঁদুর পরে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। উল্লেখ্য গতকাল ছিল সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইনস ডে। এই বিশেষ দিনে শাড়ি পরে সেজেগুজে সব বাঙালি কন্যাই দেবী সরস্বতীর বন্দনায় মেতে ওঠেন। ব্যাতিক্রম নন মৌনী রায়ও। বিয়ের পরেই এদিন প্রথম সরস্বতী পুজো ছিল অভিনেত্রীর।

   

সরস্বতী পুজো,Swarasati Puja,মৌনী রায়,Mouni Roy,মন্দিরা বেদী,Mondira Bedi,সুরজ নাম্বিয়ার,Suraj Nambia,রাজ কৌশল,Raj Kaushal

সরস্বতী পুজো উপলক্ষে এদিন লাইলাক রঙের পিওর অরগাঞ্জা সিল্কের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। গোল্ডেন বর্ডার দেওয়া এই শাড়ি জুড়ে দেখা যায় সবুজ রঙের ছোট বড় পান পাতা। নতুন ধরনের এই শাড়িতে দারুন মিষ্টি লাগছিল নাম্বিয়া ঘরণীকে। কিন্তু এই সুন্দর শাড়ি টির দাম শুনলে চোখ কপালে উঠবে যে কারও।

সরস্বতী পুজো,Swarasati Puja,মৌনী রায়,Mouni Roy,মন্দিরা বেদী,Mondira Bedi,সুরজ নাম্বিয়ার,Suraj Nambia,রাজ কৌশল,Raj Kaushal

মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর মৌনীর পরনে থাকা এই শাড়ির দাম ২৪ হাজার ৫০০ টাকা। তবে শুধু শাড়িই নয় সেইসাথে ছবিতে নজর কেড়েছে সিঁড়ির পাশের দেওয়ালে থাকা একটি ফোটোফ্রেমও। আসলে এদিন মৌনী হাজির হয়েছিলেন ঘনিষ্ঠ বান্ধবী মন্দিরা বেদীর (Mandira Bedi) বাড়িতে। তাই সিঁড়ির পাশের ওই দেওয়ালে ফুটে উঠেছে মন্দিরার পরিবারের নানা মুহূর্ত।

সরস্বতী পুজো,Swarasati Puja,মৌনী রায়,Mouni Roy,মন্দিরা বেদী,Mondira Bedi,সুরজ নাম্বিয়ার,Suraj Nambia,রাজ কৌশল,Raj Kaushal

এমনই একটি ছবিতে মন্দিরার সাথে দেখা গেল তার প্রয়াত স্বামী রাজ কৌশলকে (Raj Kaushal)। বাড়িতে ছোট করে সরস্বতী পুজো করার ছবিও এদিন ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন মৌনি। উল্লেখ্য এদিন সরস্বতী পুজো স্পেশাল এই ছবির সাথে গোটা বাংলা হরফে সরস্বতী স্ত্রোত্রম লিখেছিলেন অভিনেত্রী।

site