• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্যামেরার সামনেই ব্রা খুলে ফেলছেন অভিনেত্রীরা! ট্রেন্ডে গা ভাসালেন মৌনি রায়, চরম ভাইরাল ভিডিও

সম্প্রতি বলি সুপারস্টার অর্জুন কাপুরের বোন অনশুলা কাপুর ক্যামেরার সামনেই নিজের অন্তর্বাস খুলেছিলেন। তা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। কীভাবে বনি কাপুরের কন্যা একাজ করতে পারলেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। এবার অনশুলার পর বলিউডের আর এক নামী অভিনেত্রী মৌনী রায়ও (Mouni Roy) এক কাজ করলেন। বঙ্গ তনয়ার এই কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

বলিপাড়ার হট অভিনেত্রীদের নামের তালিকা প্রস্তুত করা হলে, সেখানে অবশ্যই নাম থাকবে বঙ্গ তনয়া মৌনীর। তাঁর নানান ছবিতে নেট দুনিয়ার উষ্ণতা বেড়ে যায়। তবে এবার নেটপাড়ার ‘হটনেস কোশেন্ট’ আরও কিছুটা বাড়িয়ে দিলেন নায়িকা।

   

Mouni Roy,Mouni Roy's braless picture,Mouni Roy's braless video,bollywood,entertainment,মৌনী রায়,মৌনী রায়ের ব্রা লেস ছবি,মৌনী রায়ের ব্রা লেস ভিডিও,বলিউড,বিনোদন

সম্প্রতি মৌনী নিজের সামাজিক মাধ্যমে দু’টি ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, শুয়ে রয়েছেন। ছবি দেখেই বোঝা যাচ্ছে, অভিনেত্রী অন্তর্বাস পরেননি। মৌনীর ‘ব্রা লেস’ (Braless) সেই ছবি মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

বলি পাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই নিজের ছবি, ভিডিও শেয়ার করে থাকেন তিনি। মৌনীর নানান লুকের ছবি দেখে মুগ্ধ হন নেটিজেনরাও। তবে এবার তাঁর এই বোল্ড অবতার দেখে নেটিজেনদের একপ্রকার হুঁশ উড়ে গিয়েছে। অনেকে তো বলছেন, ‘বং বিউটি’র হটনেস সামলানো দায় হয়ে গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

বঙ্গ তনয়া মৌনীর কেরিয়ার শুরু হয়েছিল টেলিভিশনের পর্দা থেকে। একটা কাপুরের ‘নাগিন’ ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এরপর সেখানে সাফল্য পাওয়ার পর বড় পর্দায় পা রাখেন তিনি। অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবিতে নজরকাড়া অভিনয় করেছিলেন এই বঙ্গ তনয়া।

৩৬ বছর বয়সি এই অভিনেত্রীর বলিউড কেরিয়ারের বয়স খুব বেশি না হলেও, এর মধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ফেলেছেন। রাজকুমার রাওয়ের বিপরীতে ‘মেড ইন চায়না’ থেকে শুরু করে, অভয় দেওল, করণ দেওল অভিনীত ‘ভেল্লে’- একাধিক ছবিতে দেখা গিয়েছে মৌনীকে। এরপর এই বঙ্গ তনয়াকে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। সেখানে মৌনী অভিনীত চরিত্রের নাম জুনুন। সিনেমায় তাঁর লুক বেশ প্রশংসিত হয়েছে। এবার তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।