• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মলদ্বীপের সমুদ্র সৈকতে নীল বিকিনিতে উদ্দাম নাচে মেতে উঠলেন মৌনি রায়, মুহূর্তে ভাইরাল ভিডিও

ছোটো পর্দা থেকেই কাজ শুরু বর্তমানের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। কালারস এর নাগিন সিরিয়াল করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন এই বঙ্গতনয়া। সেখান থেকেই বলিউডে পা রাখা। ইতিমধ্যেই অক্ষয় কুমার এবং সলমন খানের সাথে কাজ করেছেন তিনি এছাড়াও বিভিন্ন গানে তাকে দেখা গেছে। কয়েকদিন আগেই নিজের জন্মদিন উদযাপনে বান্ধবী মন্দিরা বেদীর সঙ্গে মলদ্বীপ বেড়াতে যান মৌনি।

এতদিন পর ভ্যাকেশনে বেড়িয়ে বেজায় খুশি মৌনি মন্দিরা। মলদ্বীপের সৌন্দর্যের মাঝেই নিজেকে আরও মেলে ধরেছেন মৌনি। নীল বিকিনি, সানগ্লাস পরে ‘হ্যাপি ডান্সে’ মজেছেন অভিনেত্রী। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হয়। খুশি খুশি মেজাজে মলদ্বীপে উদ্দাম নাচের ভিডিও দেখে ভক্তরা ইতিমধ্যেই কাত।

https://www.instagram.com/p/CFphHPqJSMG/?igshid=a8tigc2p8cdz

বাঙালি তনয়া হলেও বরাবরই বেশ সাহসী মৌনি রায়। বাঙালি হয়েও বলিপাড়ারই বাসিন্দা তিনি। লকডাউনের পর থেকেই তিনি মুম্বই ছেড়ে কখনও দুবাই আবার কখনও মলদ্বীপে রয়েছেন নায়িকা।এখন মলদ্বীপের সমুদ্র সৈকতে বান্ধবী মন্দিরা বেদির সঙ্গে চুটিয়ে পার্টি করেছেন মৌনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥