বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘নাগিন’ এর জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। নাগিন ছাড়াও দেবো কে দেব মহাদেব সিরিয়ালেও অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।গত জানুয়ারি মাসেই দীর্ঘদিনের প্রেমিক সূরজ নাম্বিয়ারের সাথে বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী। বিয়ের হলদি, মেহেন্দি, মালয়ালি ও বাঙালি দুই রীতির বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। তবে বিয়ের পরেও মৌনী রায়ের ছবি কিন্তু কম নয়!
বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য আর পাঁচটা বলিতারকাদের মত বিদেশ নয় বরং ভূস্বর্গ কাশ্মীরকে বেছে নিয়েছিলেন অভিনেত্রী। বরফের মাঝে বর সুরজকে নিয়ে প্রেমে মেতেছিলেন মৌনী। এছাড়াও দুধ সাদা বরফে ঘেরা ওয়েদারে শুধুমাত্র ওয়ান পিস স্বল্প পোশাকে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। যা রীতিমত আগুনের মত ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায় প্রায় সাড়ে ১৩ লক্ষ লাভ রিঅ্যাকশন পড়েছিল ছবিতে।
সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মৌনী রায়। ছবিতে শাঁখা পলা পরে দেখা যাচ্ছে মৌনী রায়কে ডিজাইনার ব্যাকলেস পোশাকে মৌনির এই ছবি শীতেও আগুনের মত কাজ করেছে।
নিমেষের মধ্যেই লক্ষ লক্ষ অনুগামীরা লাইক করে ভাইরাল করে দিয়েছে ছবি। অবশ্য ভাইরাল হবে নাই বা কেন! ছবিতে অভিনেত্রীর মোহময়ী চোখের চাওনি যে কাউকে মুগ্ধ করে তুলতে যথেষ্ট।
অবশ্য এর আগেও হানিমুনের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন মৌনী। যেখানে কখনো হলুদ জ্যাকেটে তো কখনো ব্রাউন রঙের পোশাকের সাথে কালো রঙের লম্বা জ্যাকেটের সাথে দেখা গিয়েছে অভিনেত্রীকে। মোটের ওপর বিয়ের পরেও যে মৌনী রায়ের জনপ্রিয়তা এতো টুকুও কমেনি সেটা বোঝাই যাচ্ছে।
প্রসঙ্গত, বলিউডের আসন্ন বিগ বাজেট ছবি ব্রাম্ভস্ত্ৰ ছবিতে অভিনয় করছেন মৌনী রায়। ছবিতে নায়ক নায়িকার ভূমিকায় থাকছে বি টাউনের চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। আর ছবির মূল খলনায়িকার চরিত্রে থাকছেন মৌনী রায়। একসময় নাগিন সিরিয়ালের জেরে তার যে জনপ্রিয়তা ছিল সেই ধারা হয়তো বজায় থাকবে এই ছবিতেও। ছবিটির মুক্তির জন্য অধীর আগ্রহে রয়েছে ভক্তরাও।