বলিউডে (Bollywood) খুশির খবরের যেন শেষই হচ্ছে না। কারোর সন্তান হচ্ছে তো আবার কেউ বিয়ের পিঁড়িতে বসছেন। নতুন বছরে একেরপর এক বিয়ের খবর আসছে। কিছুদিন আগেই ভারুন ধাওয়ান ও তার প্রেমিকা নাতাশা দালালের বিয়ের খবর মিলেছে। ছাড়াও অনেক ভক্তরাই অপেক্ষা করে আছেন রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের জন্য। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সেক্সি ডিভা মৌনী রায় (Mouni Roy)। মৌনী রায় কিন্তু আসলে এখজন বাঙালি। যদিও তাকে মূলত বি-টাউনেই লক্ষ করা যায়।
নাগিন সিরিয়ালের নাগিনের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন অভিনেত্রী মৌনী রায়। সেই থেকেই তার জনপ্রিয়তা বেড়ে যায়। তবে, শুধুই যে সিরিয়ালে তা নয়, বাস্তবেও একেবারে মারকাটারি ফিগারের অধিকারী অভিনেত্রী। বলিউডের তাবড় তাবড় নায়িকাদের টেক্কা দিতে পারে মৌনী রায়ের হট লুকস এর ছবি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ পপুলার, মাঝে মধ্যেই নিজের সেক্সি লুকের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।
জানা যাচ্ছে অভিনেত্রী ২০২১ সালেই বিয়ে করতে চলেছেন। লাস্যময়ী অভিনেত্রীর হবু বর কে? জানতে ইচ্ছা করছে নিশ্চয়। যেমনটা জানা যাচ্ছে অভিনেত্রী দীর্ঘদিন ধরেই সুরজ নাম্বিয়ারের সাথে প্রেম করেন। সুরজ হলেন একজন দুবাইয়ের ব্যবসায়ী। অভিনেত্রী মৌনী রায়ের দিদি থাকেন দুবাইয়ে, লকডাউনে মৌনী রায় দিদির বাড়িতেই ছিলেন দুবাইতে। আর দিদির বাড়ি গিয়েই সুরজের প্রেমে পড়েন এই লাস্যময়ী বঙ্গতনয়া।
আরো জানা যাচ্ছে, অভিনেত্রী বর্তমানে দুবাইতে রয়েছেন। সেখানে সুরজের সাথে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। নিজের বোল্ড ফিগারের জন্য অভিনেত্রীর জনপ্রিয়তা তুঙ্গে, এদিকে প্রেমে পরে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী। অন্যদিকে আরেক খুশির খবর হল সিনেমায় নামতে চলেছেন তিনি।
এই সবের মধ্যেই মৌনী রায় তার হাতের একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে তার চতুর্থ আঙুলে জ্বলজ্বল করছে হীরের আংটি। যার অর্থ এনগেজমেন্ট সেরে ফেলেছেন মৌনী রায়। এবার অপেক্ষা শুধু বিয়ের মুহূর্তের।