বর্তমানে প্রতিদিনই নিত্যনতুন স্মার্টফোন লঞ্চ হয়ে চলেছে। আর প্রযুক্তির এই দৌড়ে কেউই পিছিয়ে পড়তে চায় না। মূলত এখনকার দিনে ব্যাপক পরিমানে চাহিদা বেড়েছে কম বাজেট স্মার্টফোনের। আর লো বাজেট স্মার্টফোনের বাজারে ছোট থেকে বড় প্রায় সকল মোবাইল কোম্পানিই ঝাঁপিয়ে পড়েছে। এবার Motorola ও তার নতুন লো বাজেট ফোন Moto E7 Power লঞ্চ করল ভারতে।
নতুন এই Moto E7 Power শুধু নামেই লো বাজেট, কাজের দিক থেকে কোনো কমতি নেই ! ১০০০০ ও নয় ৯০০০ এর কম দামের এই ফোনে কি নেই! বড় ব্যাটারি থেকে শুরু করে নচ ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল রিয়ার ক্যামেরা আরো অনেক কিছু। আসুন এই ফোনটির দাম ও স্পেসিফিকেশন সন্মন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Moto E7 Power স্পেসিফিকেশন
- ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে এই ফোনে। সাথে রয়েছে ওয়াটার ড্রপ নচ।
- ফোনটিতে রয়েছে ৪ জিবি পর্যন্ত র্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ অপশন (২/৩২ বা ৪/৬৪) । তবে মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে।
- ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও G25 প্রসেসর।
- এই ফোনে দুটি রিয়ার ক্যামেরা থাকছে যার মেন ক্যামেরা ১৩ এমপি ও সেকেন্ডারি ক্যামেরা ২ এমপি। সাথে থাকছে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা।
- এছাড়াও ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি ও ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট।
Moto E7 দাম ও কেনার উপায় Price & Availability
- যেমনটা জানা যাচ্ছে নতুন এই ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে পাওয়া যাবে।
- মোট দুটি কালার অপশনে পাওয়া যাবে ফোনটি। আগামী ২৫শে ফেব্রুয়ারি প্রথম সেল রয়েছে দুপুর ১২ টা থেকে।
- ফোনটির দুটি ভেরিয়েন্ট রয়েছে ২জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ফোনটির দাম পড়বে ৭৪৯৯ টাকা।
- ৪ জিবি র্যাম ৬৪ জিবি স্টোরেজের ফোনটির দাম পড়বে ৮২৯৯ টাকা।