• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সন্তানদের বাঁচাতে বিষধর সাপের সাথে লড়াই করলো মুরগি, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published on:

হাজারো ভাইরাল ভিডিওর মাঝে কিছু ভিডিও সত্যি মন ভালো করে দেয়। মানুষ তো আছেই মাঝে মাঝে কিছু পশু  পাখিদের কান্ড কারখানাও মন ভালো করে দেয়। আজ সেরকম একটি ভিডিও আপাদের সাথে শেয়ার করে নিতে চাই। যেখানে বোঝা যাচ্ছে “মা তো মা-ই হয়!” এই কথা চির সত্যি। কারণ একজন মা তার সন্তানকে যেমন লালন পলল করে বড় করে তোলে তেমনি তাকে লাগলেও রাখে।

সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে যেখানে এক  মা এর সন্তানদের আগলে রাখার সাথে সাহসের উদাহরণ দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি মুরগি তার ছানা পোনা দেড় নিয়ে দিব্যি বসে ছিল। কিন্তু সেই সময় সেখানে একটি সাপ এসে হাজির হয়। সাপটি ধীরে ধীরে মুরগিটি ও তার ছানা পোনাদের দিকে এগোতে থাকে। তখনই ঠিক একজন মা যেভাবে নিজের সন্তানদের আগলে রাখে সুরক্ষিত রাখে তেমনি ভাবেই মুরগিটি তার সন্তানদের রক্ষার্থে সাপটিকে তাড়াবার চেষ্টা করতে থাকে। মায়েরা যেমন সন্তানের সুরক্ষার্থে কোনো ত্রূটি রাখে না তেমনি মুরগিটিও নিজের প্রাণ বাজি রেখে সাপটিকে তাড়াবার চেষ্টা করতে থাকে।

মুরগিটির হাজার চেষ্টা সত্ত্বেও সাপটি যখন আগে এগানো বন্ধ করেন তখন সে তার সন্তানদের ধীরে ধীরে সরিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যেতে থাকে। সাথে  সাপটিকে ঠোকর মারতে থাকে। সাতটি হয়তো ভেবেছিল ভয় পেয়ে মুরগিটি চলে গেলে একটি অন্তত মুরগির ছানাকে সে খেয়েই ফেলতে পারবে। কিন্তু সে কপাল সাপের নেই। মুরগি ছানাদের মা যে তাদের সাথে আছে তাদের রক্ষা করার জন্য। মুরগিটি  যতক্ষণ না পর্যন্ত সাপটি হাল ছেড়ে সেখান থেকে চলে যায় ততক্ষন পর্যন্ত সাপটিকে ঠোকরাতে থাকে। শেষে সাপ্তিও হাল ছেড়ে দে ও সেখান থেকে চলে যায়।

https://www.facebook.com/rohtaknewslive/videos/677919892841336

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥