বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে হাজারো ভিডিও। ভাইরাল এই ভিডিওগুলির সবকটি হাসির নয়, কিছু হাসির তো কিছু অবাক করার মোট। সাথে কিছু এমন ভিডিও ভাইরাল হয় যেগুলি হৃদয় বিদারক। এমনি একটি ভিডিও এবার ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
সন্তানকে মা এর থেকে বেশি কেউ ভালোবাসেনা। একথা যেমন সত্যি তেমনি সন্তান বিয়োগে সবচেয়ে বেশি কষ্ট মা ই পায় সেকথাও সত্যি। ভিডিওতে একটি মা কুকুরকে তার মৃত কুকুর ছানাদের (Dog Puppies) কবর (Graveing) দিতে দেখা যাচ্ছে। কোনো এক রাস্তার ধারে থাকা এক মা কুকুরের বাচ্চা গুলি কোনো কারণে মারা গিয়েছে। মারা যাবার পর রাস্তার ধরেই পরে ছিল কুকুর ছানাগুলি।তারপর কিছু ছেলে মেয়ে তাদের কবর দেবার উদ্যোগ নেয়। রাস্তার অন্য দিকে একটি ফাঁকা জায়গার গর্ত খোঁড়ে তারা।
এর পর একে একে দুটি কুকুর ছানাকে কবর দেয় ছেলে মেয়েগুলি। কিন্তু কবর দেবার সময় কুকুর ছানাদের তুলে আনা থেকে শুরু করে কবরে সন্তানদের মাটি ছুড়ে দেওয়ার সময় মা কুকুরটি এক মুহূর্তের জন্য সরেনি। কবরে নেবে শেষ বিদায় জানিয়েছে নিজের সন্তানদের। শেষে নিজেও মুখে করে মাটি ফেললো কবরের গর্তে। তারপর চাপা দেওয়া হল কুকুর ছানাগুলিকে।
এই পুরো ঘটনাটির ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে ছেলেমেয়েগুলি যারা কবর দিল কুকুর ছানাদেরকে। শেয়ার করার পরেই খুব দ্রুত ভাইরাল হয়ে পরে ভিডিওটি। ১১ লক্ষের বেশি মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিওটিতে। রয়েছে ২৬ হাজারেরও বেশি মন্তব্য। সেখানে মায়ের ভালোবাসা যে কতটা মূল্যবান তা বলেছেন অনেকেই।