ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ এখন অনলাইনের প্রতি নির্ভর হয়ে পড়েছে। বিশেষত দীর্ঘ লকডাউনে ঘরবন্দি মানুষের জীবন বলতে গেলে অনলাইনেই কেটেছে বেশিরভাগ সময়। সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজারো ভাইরাল ভিডিও (Viral Video) শেয়ার হয়। এই সমস্ত ভিডিওগুলিতে হাসির মজার জিনিস থেকে শুরু করে অবাক করে দেবার মত অনেক কিছু থাকে যা দেখবার মত। আর এগুলো দেখতে দেখতেই অনেকটা সময় কেটে যায়।
প্রতিটা মানুষের মধ্যেই কিছু বিশেষত্ব থাকে। আর এই বিশেষত্বই হল প্রতিভা, লকডাউনে অনেকেই নিজেদের প্রতিভাকে অরে অনেক ভালো করে তুলেছেন। অনেকে আবার নিজেদের প্রতিভার ভিডিও বানিয়ে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে, এতে তাদের প্রতিভা যেমন বিশাল সংখ্যা দর্শকদের কাছে পৌঁছে যায় খুবই অল্প সময়ে। কেউ দুর্দান্ত গান করতে পারেন তো কেউ আবার অসাধারণ নাচতে পারেন। কেউ আবার খালি গলাতেই অবিকল পশু পাখিদের আওয়াজ নকল করতে পারেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি প্রতিভার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একজন নয় একসাথে দুই প্রতিভাশীল মেয়েকে দেখা যাচ্ছে। ভিডিওতে জনপ্রিয় হিন্দি গান ‘মে চলি’ গানে একসাথে নাচতে দেখা যাচ্ছে মা ও মেয়েকে। দুজনেই সাদা আর পিঙ্ক কালারের ম্যাচিং ড্রেস পরে দুর্দান্ত নেচেছেন গানের তালে তালে। আসলে অনেকেরই শখ থাকে নাচ শেখার, কারোর সেই স্বপ্ন পূরণ হয় কারোর আবার অধরাই থেকে যায়। কিন্তু মা যদি নাচ শিখে থাকেন তাহলে সন্তানের পক্ষে স্বপ্নপূরণ আরো সহজ হয়ে যায়।
ভিডিওতে এর বাস্তব উদাহরণ মিলেছে। ছোট্ট মেয়ের সাথে নাচের তালে নেচে উঠেছেন মা নিজেও। আর মা মেয়ের যুগলবন্দিতে এই দুর্দান্ত নাচের ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। শেয়ার হয়ে মাত্র কিছুদিন হয়েছে, এরমধ্যেই ৪ লক্ষ ৪ হাজারেরও বেশি ভিউ পেয়েছে ভিডিওটি। সাথে ভিডিও দেখে মা ও মেয়ের নাচের প্রশংসার ঝড় উঠেছে কমেন্ট বক্সে।