রাজ্যে বিগত কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টিপাত ও বজ্রপাত হচ্ছে। সম্প্রতি পাওয়া সরকারি তথ্য অনুযায়ী ২৭ জনের মৃত্যু হয়েছে এপর্যন্ত বজ্রপাতে। একে করোনা তার উপর আবহাওয়ার এমন দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। আগামী বেশ কয়েকদিনেও ভারী বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। কিন্তু এই সবের মাঝে একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে।
আপনারা হয়তো ভাবছেন যে কবে পর্যন্ত চলবে এমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আবহাওয়া। বা করোনার জন্য জারি হওয়া লকডাউনের সম্পর্কের কোনো প্রশ্ন হয়তো। কিন্তু তেমন কিছুই নয়, ভাইরাল হওয়া প্রশ্ন দেখে হাসবেন নাকি অবাক হবেন সেটা না হয় আপনিই ঠিক করবেন।
সম্প্রতি একটি পরীক্ষার প্রশ্নপত্রে বজ্রপাত নিয়ে একটি প্রশ্নের দেখা মিলেছে। প্রশ্নটা হচ্ছে, ‘সবচেয়ে বেশি বজ্রপাত কোথায় হয়?’ এটি একটি মাল্টিপল চয়েস প্রশ্ন তাই প্রশ্নের চারটি সম্ভাব্য উত্তর দেওয়া রয়েছে যার মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। অপশন গুলি হল – ভারতীয় সিরিয়ালে, গুলিস্তানে, রাজশাহীতে , ওপরের কোনোটাই নয়।
প্রশ্নের উত্তরের অপশনে ভারতীয় সিরিয়াল দেখে রীতিমত চোখ কপালে উঠেছে নেটিজেনদের। প্রশ্নপত্রের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। আসলে এমনিতেও সিরিয়ালের দৃশ্য সত্যিই বাজ পড়ার মুহূর্ত সম্পর্কে সকলেই জানেন। বাংলা হোক বা হিন্দি সিরিয়ালের গুরুত্বপূর্ণ মুহূর্তে কোথাও একবার তো কোথাও পর পর তিনবার বাজ পড়ছে হামেশাই।
সিরিয়ালের এই বাজ পড়ার প্রসঙ্গ তুলেই এই প্রশ্নের অপশন দোয়া হয়েছে। আসলে ইটা খুবই হাস্যকর একটা বিষয় যে সিরিয়ালগুলোতে এভাবে বাজ পড়ার দৃশ্য দেখানো হয়। এমনিতেই সোশ্যাল মিডিয়াতে ট্রোলিংয়ে অভাব নেই আর এমন একখানি প্রশ্নপত্র হারিস খোরাকে পরিণত হয়েছে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে।
প্রসঙ্গত, সিরিয়ালের পরিচালকদের মতে সিরিয়ালের উত্তেজনামূলক মুহূর্তের ক্ষেত্রেই এই সাউন্ড এফেক্টের ব্যবহার করা হয়। তাছাড়া বজ্রপাত ছাড়াও আরো নানা ধরণের ব্যাকগ্রাউন্ড এফেক্ট যোগ করা হয় সিরিয়ালের প্রতি দর্শকদের আরো মনোযোগ বৃদ্ধি করানোর জন্য।