• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনুষ্কা থেকে শিল্পা, এই ১০ বলি অভিনেত্রীর বিয়ের আংটির দামে কেনা যেতে পারে আস্ত বাড়ি!

বলি তারকাদের ব্যক্তিগত জীবনের ব্যাপারে অনুরাগীদের সবসময়ই প্রচণ্ড আগ্রহ থাকে। বিশেষত তাঁদের মনের মানুষ এবং সেই সম্বন্ধিত বিষয় নিয়ে। বছরের এই সময়টাই একেরপর এক বিয়ে হতে থাকে বি টাউনে। আর বিয়েতে বলি সুন্দরীদের পরা পোশাক থেকে শুরু করে গয়না সবেতেই কড়া নজর থাকে ভক্তদের। আজ তাই আপনাদের জন্য বলিপাড়ার ১০ নায়িকার বিয়ের আংটির দাম (bollywood actress wedding ring price) দেওয়া রইল।

করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) : নবাব ঘরণী তিনি। তাই তাঁর নাম যে এই তালিকায় থাকবে তা জানা কথাই। শোনা যায়, সইফ আলি খান নাকি করিনাকে ২ বার প্রোপোজ করেছিলেন এবং অভিনেত্রী দুই বারই হ্যাঁ বলেছিলেন। এখন বিয়ে করে সুখে সংসার করছেন তাঁরা। শোনা যায়, রণধীর কাপুরের মেয়ের ৫ ক্যারাটের হীরের বিয়ের আংটির দাম ৭৫ লাখ টাকা।

   

Kareena Kapoor Khan engagement ring

অনুষ্কা শর্মা (Anushka Sharma) : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি নাকি ৩ মাস ধরে অনুষ্কার জন্য ‘পারফেক্ট’ বিয়ের আংটি খুঁজেছিলেন। শেষ পর্যন্ত অস্ট্রিয়ার এক ডিজাইনারকে বেছে নেন তিনি। অনুষ্কার আংটিতে নাকি বিভিন্ন দিক থেকে দেখলে নানান রকমের আশ্চর্য জিনিস দেখা যায়। সেই বিশেষ হীরে দিয়ে তৈরি আংটির মূল্য ১ কোটি টাকা।

Anushka Sharma Engagement Ring

শিল্পা শেট্টি  (Shilpa Shetty) : বলিউডের নামী অভিনেত্রী শিল্পা শেট্টি ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে অনেক বছর আগে গাঁটছড়া বেঁধেছেন। এখন দুই সন্তানের মা তিনি। শোনা যায়, বলিউডের নায়িকাদের মধ্যে সবচেয়ে বড় বিয়ের আংটি শিল্পার। সেই আংটির দাম নাকি ৩ কোটি টাকা।

Shilpa Shetty engagement ring

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া হলিউডের নামী গায়ক-অভিনেতা নিক জোনাসের সঙ্গে সাত পাক ঘুরেছেন। জানা গিয়েছে, প্রিয়াঙ্কার বিয়ের আংটির দাম প্রায় ২ কোটি টাকা।

Priyanka Chopra engagement ring

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : ২০১৪ সালে বাগদান সেরেছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। সেই সময়ই আংটি বদল করেছিলেন দু’জনে। শোনা যায়, বলিপাড়ার মস্তানির বিয়ের আংটির দাম প্রায় ২.৫ কোটি টাকা।

Deepika Padukone engagement ring

সোনম কাপুর (Sonam Kapoor) : খুব শীঘ্রই মা হতে চলেছেন এই বলি সুন্দরী। ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পরেও তাঁর মাখো মাখো প্রেম অনুরাগীদের বিশেষ পছন্দের। শোনা যায়, অনিল কাপুরের কন্যা সোনমের বিয়ের আংটির দাম ১ কোটি টাকা।

Sonam Kapoor engagement ring

আসিন (Asin) : দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডের বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করা আসিনের নামও এই তালিকায় রয়েছে। তাঁর ২০ ক্যারাটের হীরের আংটির দাম ৬ কোটি টাকা।

Asin engagement ring

ঐশ্বর্য রায়  (Aishwarya Rai) : ৫৩ ক্যারাটের হীরের আংটি দিয়ে ঐশ্বর্যকে প্রোপোজ করেছিলেন অভিষেক বচ্চন। চলতি বছর ১৫ বছরের বিবাহবার্ষিকী উদযাপন করেছেন দু’জনে। সেই আংটির মূল্য প্রায় ৫৩ লাখ টাকা। তবে জানা যায়, ঐশ্বর্যের কাছে একটি নয়, বরং একাধিক এনগেজমেন্ট রিং রয়েছে।

Aishwarya Rai engagement ring

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : ২০২১ সালের শেষে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা। এই দুই তারকার বিয়ের ছবি সামাজিক মাধ্যমে প্রচণ্ড ভাইরাল হয়েছিল। শোনা যায়, ক্যাটের বিয়ের আংটির দাম মার্কিন মুদ্রায় ৮০০০ ডলার।

Katrina Kaif engagement ring

আলিয়া ভাট (Alia Bhatt) : সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। চলতি বছরই ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। আলিয়ার বিয়ের আংটির সঠিক মূল্য না জানা গেলেও, তার ডিজাইন দেখেই বোঝা যায়, সেটির দাম কয়েক কোটি টাকার।

Alia Bhatt engagement ring

প্রসঙ্গত, বলিউডের অভিনেত্রীদের বিয়ে মানেই রাজকীয় আয়োজন হয়ে থাকে। কোটি টাকার গয়না তো বটেই এলাহী খাবারেও আয়োজন থাকে। তবে বিশেষ করে লেহেঙ্গা থেকে আংটি এই জিনিসগুলো নিয়ে চর্চা একটু বেশিই হয় নেটপাড়ায়।

site