• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকরা বয়কট করলেও OTT’তে হিট! ৩০০ কোটি পেরিয়েছে দাম, রইল ওটিটির সর্বোচ্চ দামি ছবির তালিকা

কোভিডের পর থেকে ‘ওভার দ্য টপ’ অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মগুলির (OTT platform) জনপ্রিয়তা দর্শকদের মধ্যে বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে। ঘরে বসেই দেশ-বিদেশের নানান সিনেমা থেকে সিরিজ দেখতে পাচ্ছেন তাঁরা। সেই কারণে প্রেক্ষাগৃহে মুক্তির কয়েকদিন পরেই বলিউড ছবির নির্মাতারাও ছবির ডিজিটাল রাইটস (Digital rights) নানান ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিক্রি করে দেন। সেই থেকে মোটা অঙ্কের টাকা আয় করেন তাঁরা। আজকের প্রতিবেদনে ওটিটি’তে বিক্রি হওয়া বলিউডের সবচেয়ে দামি ৮ সিনেমার নাম তুলে ধরা হল।

গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)- আলিয়া ভাট অভিনীত এই ছবি দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। ভালো ব্যবসাও করেছিল সঞ্জয় লীলা বনশালির এই সিনেমা। তাই ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র নাম যে এই তালিকায় থাকবে তা খানিক প্রত্যাশিত। ৭০ কোটি টাকায় এই ব্লকবাস্টার সিনেমার ডিজিটাল রাইটস কিনেছে নেটফ্লিক্স।

   

Gangubai Kathiawadi

শামশেরা (Shamshera)- ‘সঞ্জু’র পর এই ছবির হাত ধরে বড় পর্দায় কামব্যাক করেছেন রণবীর কাপুর। তবে বক্স অফিসে একেবারে চরম ফ্লপ হয়েছিল বিগ বাজেট এই সিনেমা। তৈরির টাকাটুকুও তুলতে পারেনি। তবে ডিজিটাল রাইটস বিক্রি করে বেশ ভালো টাকাই কামিয়েছে এই ছবি। ৮০ কোটি টাকা দিয়ে ‘শামশেরা’র স্ট্রিমিং রাইটস কিনেছে অ্যামাজন প্রাইম।

Shamshera poster

ডার্লিংস (Darlings)- সদ্য মুক্তি পেয়েছে আলিয়া ভাট, শেফালি শাহ, বিজয় ভার্মা অভিনীত এই ছবি। প্রেক্ষাগৃহ নয়, ওটিটি প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন নির্মাতারা। শোনা গিয়েছে, ৮০ কোটি টাকা দিয়ে ‘ডার্লিংস’এর ডিজিটাল রাইটস কিনেছিল নেটফ্লিক্স।

Darlings movie

ভূজ (Bhuj)- অজয় দেবগণ অভিনীত ‘ভূজ’এর নামও তালিকায় রয়েছে। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই সিনেমা। দর্শকদের বেশ পছন্দও হয়েছিল। ১১০ কোটি টাকায় এই ছবির ডিজিটাল রাইটস কিনেছে ডিজনি প্লাস হটস্টার।

Bhuj the pride of India

জওয়ান (Jawan)- দীর্ঘ ৪ বছর পর এই ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করতে চলেছে বলিউড সুপারস্টার শাহরুখ খান। দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে। মুক্তির আগেই বিক্রি হয়ে গিয়েছে ‘জওয়ান’এর ডিজিটাল রাইটসও। ১২০ কোটি টাকায় নেটফ্লিক্স শাহরুখের ছবির স্ট্রিমিং রাইটস কিনেছে।

Jawan movie

লক্ষ্মী (Laxmii)- সাউথের ব্লকবাস্টার হরর কমেডি ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক এটি। অক্ষয় কুমার, কিয়ারা আডবানী অভিনীত এই ছবি দর্শকদের খুব বেশি ইমপ্রেস করতে পারেনি। তবে ছবির ডিজিটাল রাইটস বেশ মোটা টাকায় বিক্রি হয়েছে। ১২৫ কোটি টাকায় ডিজনি প্লাস হটস্টারে বিক্রি হয়েছে এই ছবির স্ট্রিমিং রাইটস।

Laxmii movie

আদিপুরুষ (Adipurush)- ‘রামায়ণ’এর ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে এই সিনেমা। বিগ বাজেট এই ছবিতে অভিনয় করছেন সুপারস্টার প্রভাস, সইফ আলি খান, কৃতি শ্যানন-সহ একাধিক তারকারা। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই ছবির ডিজিটাল রাইটস ২৫০ কোটি টাকায় নেটফ্লিক্স কিনেছে।

Adipurush

কেজিএফ (KGF)- প্রেক্ষাগৃহে শুধু নয়, যশ অভিনীত এই কন্নড় ছবি ওটিটি রাইটসের দৌড়েও বাজিমাত করেছে। সাউথের এই ব্লকবাস্টার সিনেমার ডিজিটাল রাইটসও আকাশছোঁয়া অঙ্কে বিক্রি হয়েছে।

KGF Chapter 2

দর্শকদের প্রিয় ‘কেজিএফ’এর ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে ৩২০ কোটি টাকায়। সেটি কিনেছে অ্যামাজন প্রাইম।