• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে এল সেই শুভদিন! ঋষি পিহুর মিলন হতেই মিলে গেল সপ্তর্ষিমন্ডল, রইল রোম্যান্সের ভিডিও

বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। তাই সিরিয়াল প্রেমীদের জন্যই প্রতিদিন সন্ধান হতেই একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়ালের ডালি নিয়ে হাজির হয় বিনোদনমূলক চ্যানেলগুলি। আর দর্শকদের কাছেও এখন সিরিয়াল দেখা রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। তাই পছন্দের সিরিয়ালের একটাও এপিসোড মিস করতে চান না কেউই।

সম্প্রতি সিরিয়ালপ্রেমীদের কাছে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি মেগা সিরিয়াল ‘মনফাগুন’। অত্যন্ত অল্প দিনের মধ্যেই ঋষিরাজ আর প্রিয়দর্শিনীর এই মিষ্টি প্রেমের গল্প জায়গা করে নিয়েছে দর্শকমহলে। ধারাবাহিকে নায়ক ঋষির চরিত্রে অভিনয় করছেন টেলি জগতের হার্টথ্রব শন ব্যানার্জি (Sean Banerjee) এবং নায়িকা প্রিয়দর্শিনীর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)।

   

ঋষি,Rishi,পিহু,Pihu,হোলি স্পেশাল,Holi Special,রোম্যান্স,Romance,ভাইরাল ভিডিও,Viral Video,বহু প্রতীক্ষিত পর্ব,Most Awaited Episode,মন ফাগুন,Mon Phagun

টিভির পর্দায় প্রিয় জুটি ঋষি পিহুর ঝগড়া, খুনসুটি থেকে রোম্যান্স সবকিছুই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকরা। তাই সারাদিনে যতই কাজ থাকুক না কেন সব সেরে স্টার জলসার পর্দায় এই সিরিয়াল দেখতে ভোলেননা দর্শকরা। প্রসঙ্গত এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এতদিন ঋষি জানত পিহু অর্থাৎ মিস বৃষ্টি বাড়িই হলেন তার ছোটবেলায় হারিয়ে যাওয়া প্রেম প্রিয় অর্থাৎ প্রিয়দর্শিনী।

ঋষি,Rishi,পিহু,Pihu,হোলি স্পেশাল,Holi Special,রোম্যান্স,Romance,ভাইরাল ভিডিও,Viral Video,বহু প্রতীক্ষিত পর্ব,Most Awaited Episode,মন ফাগুন,Mon Phagun

এতদিন এই সত্যিটা জেনেও অনেক কষ্টে নিজের মধ্যেই চেপে রেখেছিল পিহু। তবে এতদিন সত্যিটা না জানলেও মিস বৃষ্টি বাড়িকে রীতিমতো চোখে হারাচ্ছিল ঋষি। বারবার কাছাকাছি এসেও নিজের ছোটো বেলার হারানো ভালোবাসাকে চিনতে পারছিল না ঋষি। কিন্তু কোথাও গিয়ে বারবার তার মনে হত এই মিস বৃষ্টি তার খুব চেনা, তার কাছের কেউ। অবশেষে হোলির দিন আসল সত্যিটা জানতে পারে ঋষি।

ঋষি,Rishi,পিহু,Pihu,হোলি স্পেশাল,Holi Special,রোম্যান্স,Romance,ভাইরাল ভিডিও,Viral Video,বহু প্রতীক্ষিত পর্ব,Most Awaited Episode,মন ফাগুন,Mon Phagun

ইতিমধ্যেই গতকাল টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে ঋষি পিহুর দোল খেলার এক ঘন্টার মহা পর্ব। দেখা গিয়েছে পিহুর জমিয়ে রাখা ছোটো বেলার সমস্ত চিঠি আর খেলার পুতুল খুঁজে পেয়ে আর এক মুহুর্ত দেরি করেনি ঋষি। ছুটে গিয়ে পিহুকে কাছে টেনে নিয়েছে তার টুবাইদা। দর্শকদের ইচ্ছা পূরণ করে কাছাকাছি এসেছে ঋষিরাজ আর প্রিয়দর্শিনী। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে সত্যি জানার পর একে অপরের প্রেমে বিভোর ঋষি পিহুর দারুন রোম্যান্সের একটি ভিডিও। বহুপ্রতীক্ষিত সেই রোম্যান্স দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)