একসময় টিকটকের দৌলতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে গিয়েছেন মন্টি রায় (Monti Roy)। শারীরিক গঠনের দিক থেকে ছেলে হলেও মেয়ের সাজে থাকে চেনা মুশকিল। তবে জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে ট্রোল (Troll) থেকে করাও হয়েছে ব্যাপকভাবে। নেটপাড়ার এই ট্রোল নিয়ে কি ভাবেন খোদ মন্টি রায়? সম্প্রতি সাক্ষাৎকারে অকপট জবাব দিলেন তিনি।
নেটপাড়ার দৌলতে আজ ব্যাপক জনপ্রিয় মন্টি রায়। অনেকেই হয়তো জানেন নিজের লিঙ্গ পরবর্তন করেছেন মন্টি রায়। ‘Chandigarh Kare Aashiqui’ ছবির মতে সাধারণ মানুষকে সচেতন করতে চান তিনি লিঙ্গ পরিবর্তন নিয়ে। অনেকেই হয়তো ট্রোলিং করেছে তাঁকে নিয়ে, তবে কিছু মানুষ তাঁর কথাও বুঝেছেন। আর সত্যি বলতে নেটিজেনদের নোংরা ট্রোলিং বা কটাক্ষকে পাত্তা দেন না মন্টি।
সাক্ষাৎকারে মন্টি জানান, শুরু থেকেই নারীদের প্রতি আমার আগ্রহ ছিল না। আমার স্বভাব নিয়ে অনেকেই ট্রোল করত। তবে সেটা জনপ্রিয়তা পাওয়ার পর বদলে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে আজ লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে তার। তাদের কেউ ট্রোল করলেও কিছু সাপোর্টারেরাও রয়েছে।
এরপর তিনি আরও বলেন, ‘ভুল শরীরে থাকাটা খুবই কষ্টের। আগে যখন জামা খুলে বিবস্ত্র হতাম নিজেকে দেখেই মেনে নিতে পারতাম না। মন থেকে নারী ছিলাম, তাই সিদ্ধান্ত নিলাম নারী হয়ে ওঠার। অর্থাৎ সঠিক শরীরে প্রবেশ করতে চেয়েছিলাম। তাই লিঙ্গ পরিবর্তনের (Sex Change) সিদ্ধান্ত নিই।
মনের মানুষ রয়েছে মন্টি রায়ের? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, জীবনে প্রথম প্রেম এসেছিল ১৬ বছর বয়সে। অবশ্যই একজন পুরুষের সাথেই প্রেম হয়েছিল। তবে বর্তমানে সিঙ্গেল তিনি বা বলা ভালো স্থায়ীভাবে কেউ নেই। তবে হ্যাঁ, ঠিক মানুষ পেলে লাল টুকটুকে বেনারসি পরে ছাদনাতলায় বসতে ও সংসার গড়তে রাজি মন্টি রায়।
সমাজের লোকের কথা সহ্য করলেও অনেক সময় বাড়ির লোকেরা পাশে না থাকলে কষ্টটা অনেকটা বেড়ে যায়। তবে শুরু থেকেই মন্টির পাশে থেকেছিলেন মা। যদিও বাবা প্রথমে আপত্তি জানিয়েছিলেন, তবে পরে তিনিও লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্তে রাজি হয়ে যান। আসলে বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন দরকার বলে মনে করেন মন্টি। কারণ এখন আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে রয়েছি নব্বইয়ের দশকে না।