এখনকার দিনে সিরিয়াল ছাড়া এক মুহূর্ত চলতে পারেনা সিরিয়াল প্রেমী দর্শকরা। সারাদিনের ব্যস্ত জীবনে অবসর মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে বসে যান কমবেশি সকলেই। সিরিয়ালের পোকা দর্শকদের মনের ক্লান্তি দূর করতে বরাবরই বাংলা সিরিয়ালে জুড়ি মেলা ভার। দিনে দিনে সিরিয়াল আর বিনোদন কথাটা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে।
দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখেই এখনকার দিনে একের পর এক আনা হচ্ছে নতুন সিরিয়াল। যার ফলে কপি গিয়ে পড়ছে অন্য সিরিয়ালের ওপর। তবে এই অন্য সিরিয়াল গুলি যে সবসময় পুরনো সিরিয়ালই হবে তা কিন্তু নয়। এমন অনেক সিরিয়াল আছে যার বয়স বেশি দিন না হলেও চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের জেরে বন্ধ হয়ে গিয়েছে অসময়েই। এই যেমন কিছুদিন আগেই টেলিভিশনের পর্দায় শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’ (Monphagun)।
এই ধারাবাহিকের মধ্য দিয়ে দর্শক পেয়েছেন শন ব্যানার্জি (Sean Banerjee) এবং সৃজলা গুহর (Srijla Guha) একটা নতুন জুটি। প্রসঙ্গত এই ধারাবাহিকে শন ব্যানার্জির নাম হয়েছিল ঋষিরাজ আর সৃজলা গুহর নাম হয়েছিল পিহু ওরফে প্রিয়দর্শিনী। তাই দর্শকরা তাদেরভালোবেসে নাম দিয়েছিল ‘পিহুরাজ’ (Pihuraj)। তাই স্বাভাবিকভাবেই অল্পদিনেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় ভীষণ মন খারাপ ‘পিহুরাজ’ ভক্তদের।
বারবার তারা জানতে চাইছেন আবার এই জুটিকে কবে পর্দায় দেখতে পাবেন তারা। দর্শকদের সেই মনের ইচ্ছা পূরণ করতেই এবার এবার চ্যানেল কর্তৃপক্ষের তরফে দেওয়া হল বড়সড় সারপ্রাইজ। প্রকাশ্যে আনা হল ট্রেন্ডসের পুজোর অ্যাড। সেখানেই ফের একবার জুটি বাঁধতে দেখা গেল ছোট পর্দার পিহুরাজ জুটিকে। প্রিয় জুটিকে ফের একবার পর্দায় দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শকরা। এই ভিডিওর কমেন্ট সেকশনে একবার উঁকি দিলেই বোঝা যায় সে কথা।
এই ভিডিওতে পর্দার পিহুরাজ ছাড়াও জুটিতে দেখা গিয়েছে টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনি রায়কে (Mouni Roy)। সব মিলিয়ে পুজোর আগে স্টার জলসার তরফ থেকে এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি হয়েছেন মন ফাগুন সিরিয়ালের অসংখ্য ভক্ত।