• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কায়দাই আলাদা, চোখে সানগ্লাস খাটিয়ে মুখে গুজলেন সিগারেট! জন্মদিনে তাক লাগলেন মোহময়ী সৃজলা

Published on:

Monphagun serial Pihu actress Srijla Guha's birthday special video

টেলিভিশনের পর্দায় কত সিরিয়াল যায় আসে! তবে এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হয়ে গেলেও  তার চরিত্রদের ভুলতে পারেন না দর্শক। সিরিয়ালপ্রেমী  দর্শকদের পছন্দের তালিকায় থাকা এমনই একটি সিরিয়াল ছিল স্টার জলসার ‘মনফাগুন’ (Monphagun)। অনুরাগীদের মনখারাপ করে দিয়েই চলতি বছরেই টিভির পর্দায় শেষ হয়েছে ঋষি-পিহুর মন পাগল করা এই ভালোবাসার গল্প ।

ইতিমধ্যেই টিভির পর্দায় শেষ হয়েছে এই ধারাবাহিক। সিরিয়ালে পিহু (Pihu) অর্থাৎ প্রিয়দর্শনীর চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। আর তাঁর বিপরীতে নায়ক ঋষি (Rishi) অর্থাৎ ঋষিরাজ সেনশর্মার চরিত্রে অভিনয় করেছিলেন টেলিভিশিন হার্টথ্রব শন ব্যানার্জী (Sean Banerjee)। টিভির পর্দায় তাদের দুর্দান্ত রসায়ন অল্পদিনেই মন জয় করে নিয়েছিল দর্শকদের।

Mon Phagun’s Rishi Pihu AKA Sean Banerjee and Srijla Guha will reportedly be seen in Kamala o Sriman Prithwiraaj

অনুরাগীরা ভালোবেসে তাদের নাম দিয়েছিল ‘পিহুরাজ’। এই সিরিয়ালের হাত ধরে দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে উঠেছিলেন পর্দার পিহু-ঋষি। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও তাদের আবার পর্দায় দেখার জন্যমুখিয়ে রয়েছেন দর্শক। তবে মনফাগুন শেষ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত একসাথে জুটি বাধা তো দূরের কথা এখনো পর্যন্ত নতুন কোন সিরিয়াল এই অভিনয় করতে দেখা যাচ্ছে না পর্দার ঋষি-পিহু কাউকেই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মনফাগুন,Monphagun,পিহু,Pihu,সৃজলা গুহ,Srijla Guha,জন্মদিন,Birthday,ভিডিও,Video,সোশ্যাল মিডিয়া,Social Media

প্রসঙ্গত মনফাগুন-ই ছিল মিষ্টি নায়িকা সৃজলার প্রথম সিরিয়াল। আর শুরুতেই ছক্কা হাঁকিয়ে প্রথম সিরিয়ালের হাত ধরেই আকাশছোঁয়া সাফল্য এসেছে অভিনেত্রীর ঝুলিতে। যার ফলে ইতিমধ্যেই তৈরী হয়েছে অভিনেত্রীর নজরকাড়া ফ্যানফোলিং।এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকেন সৃজলা। মাঝে মধ্যেই তাঁর বোল্ড ফটোশুটের ছবি উষ্ণতা ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।

এরইমধ্যে দেখতে দেখতে এসে গিয়েছে অভিনেত্রীর জন্মদিন। এবারের জন্মদিনে একেবারে অন্য লুকে হাজির হয়েছিলেন অভিনেত্রী। নিজের জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। ভিডিওটিতে দেখা যাচ্ছে মুখে সিগারেটের মতো করে মোমবাতি ধরে গ্যাসলাইট দিয়ে তা ধরাচ্ছে  সৃজলা। তারপরেই সেটা নিজেই বসিয়ে দিচ্ছেন কেকের ওপর। অভিনেত্রীর এই জন্মদিনের ভিডিওটিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেবলীনা কুমার,দেবচন্দ্রিমা সিনহা রায়ের মতো টেলি অভিনেত্রীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥