বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ‘মনফাগুন’ (Monphagun) খ্যাত সৃজলা গুহ (Srijla Guha)। ছোটপর্দার দর্শকরা সকলেই তাঁকে চেনেন পিহু (Pihu) নামে। প্রসঙ্গত স্টার জলসার (Star Jalsha) পর্দায় প্রথম সিরিয়ালে নায়িকা হওয়ার সুযোগ পেয়ে রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল এই সুন্দরী অভিনেত্রীর।
প্রথম সিরিয়ালের হাত ধরেই একেবারে ছক্কা হাঁকিয়েছিলেন অভিনেত্রী। নিজের সাবলীল অভিনয়গুণেই পর্দার পিহু হয়ে উঠেছিলেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে।তাই মোনফাগুন শেষ হয়ে যাওয়ার এতদিন পরেও অনুরাগীদের পর্দার ঋষি-পিহু জুটির ক্রেজ কমেনি একফোঁটাও। যদিও মনফাগুন শেষ হওয়ার পর থেকে শন সৃজলা কেউই এখনও পর্যন্ত কামব্যাক করেননি নতুন সিরিয়ালে।
যদিও মাঝে শোনা গিয়েছিল স্টার জলসার নতুন সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এ মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁদের। পরে যদিও দেখা যায় এই খবর কেবল জল্পনা ছিল মাত্র। এছাড়া সম্প্রতি এও শোনা গিয়েছে খুব শিগগিরই মনফাগুন ২ নিয়ে ফিরছেন শন সৃজলা। মনফাগুন শেষ হওয়ার পর সৃজলাকে শেষবার দেখা গিয়েছিল ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে অতিথি বিচারক হিসাবে।
তাই পর্দার পিহু ওরফে প্রিয়দর্শীনিকে আবারও টিভির পর্দায় দেখার জন্য বহুদিন ধরেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। তবে এবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। বহুদিন পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী।
তবে নতুন কোনো সিরিয়াল নয়। আসলে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেলে’ (Horogouri Pice Hotel) হোলি স্পেশাল একটি বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন সৃজলা। মনে করা হচ্ছে এদিন ঘোষ বাড়ির দোলে এসে নাচের পারফমেন্সও করতে দেখা যাবে অভিনেত্রীকে।
এদিন স্টার জলসার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল। সেখানেই দেখা গিয়েছে একেবারে মনফাগুনের পিহু লুকে হলুদ শাড়ি পরে সৃজলা জানাচ্ছেন এবারের হোলিতে ‘হরগৌরী পাইস হোটেলে’র ঘোষ বাড়িতে আসবেন তিনি ,সেইসাথে অভিনেত্রী জানান দর্শকদের জন্য তাঁর তরফ থেকে থাকছে একটা সারপ্রাইজও। তাই নিঃসন্দেহে হরগৌরীর এই দোলের মহাধামাকা পর্বে দর্শকদের জন্য থাকছে বিরাট চমক।